#বেজিং: তখন রাত অনেকটাই হয়েছে ৷ এটিএম-এ টাকা তুলতে গিয়েছিলেন এক মহিলা। টাকা তোলা হয়ে গিয়েছে ৷ বেরতে যাবেন, এমন সময়ই ঘটল বিপত্তি ৷
ডাকাত এসে নলির কাছে ছুরি ধরল ৷ বলল-‘টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও’৷ সামনে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে, কী করবেন বুঝে উঠতে না পেরে ওই মহিলা এটিএম থেকে তোলা টাকা দিয়ে দেন ওই ডাকাতকে। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় ডাকাত। সে এটিএম থেকে আরও টাকা তুলে দেওয়ার জন্য চাপ তৈরি করতে থাকে। বাধ্য হয়ে ওই মহিলা আবার টাকা তোলার জন্য এটিএম মেশিনে কার্ড ঢোকান। সেই সময় তাঁর অ্যাকাউন্টে ব্যালান্স দেখে নেয় ছুরি হাতে থাকা ওই ডাকাত।
তবে মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স দেখে ডাকাতের মনেরও পরিবর্তন ঘটে। ডাকাত বুঝতে পারে মহিলার অ্যাকাউন্টে আর কোনও টাকাই নেই। তাই মহিলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ফেরত দিয়ে চলে যায় সে।
ডাকাতির এই মহানুভবতার ঘটনার ভিডিও ধরা পড়েছে এটিএমের সিসিটিভি ক্যামেরায়। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়ছে ৷ ঘটনাটি ঘটেছে চিনের হেয়ুয়ান শহরে। তবে ডাকাত বাবাজি তার মহান মনের পরিচয় দিয়েও শেষ পর্যন্ত রেহাই পাননি ৷ সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ওই ভিডিও দেখে পুলিশ পাকড়াও করেছে ওই ডাকাতকে ৷
আরও পড়ুন নেই জল, নেই খাবার, ব্ল্যাকআউটে হাহাকার শুরু ভেনেজুয়েলায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।