#জোহানেসবার্গ: বিশ্বজুড়ে এখন ভয়ের একটাই নাম, সেটা হল করোনা ভাইরাস ৷ প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে ৷ মৃত্যুও হচ্ছে প্রচুর মানুষের ৷ এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট জীবাণু বিজ্ঞানী গীতা রামজি।
এডস প্রতিরোধে তাঁর গবেষণার কাজে গোটা বিশ্বেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন গীতা ৷ কিন্তু মাত্র ৫০ বছর বয়সেই যে মারণ করোনা ভাইরাস তাঁকে গ্রাস করবে, কেই বা ভেবেছিল ৷
গীতার মৃত্যু শুধু দক্ষিণ আফ্রিকা বা ভারতীয়দের কাছেই নয় , গোটা বিশ্বের গবেষণার মহলেই অত্যন্ত দুঃখের খবর ৷ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ৷ বুধবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতা ৷ দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত প্রায় ১৩০০ মানুষ ৷ মারা গিয়েছেন ৫ জন ৷ ডারবানে ‘সাউথ আফ্রিকান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে’র এইচআইভি প্রতিরোধ গবেষণা কেন্দ্রের নির্দেশক ছিলেন গীতা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Geeta Ramji