#ব্রাজিল: করোনার কারণে দুর্বিষহ সকলের জীবন। ভ্যাকসিন প্রায় দোরগোড়ায় এসে গেলেও মাস্ক ছাড়া এক্ষুনি যে চলা যাবে, তেমনটা নয়।মাস্ক আমাদের ভাইরাস থেকে রক্ষা করলেও এই মাস্ক পরার হরেক রকমের ঝক্কি পোহাতে হয় আমাদের। শ্বাস প্রশ্বাসে অস্বস্তি, তার সঙ্গে অব্যশই রয়েছে নিজের সুন্দর মুখ খানা না দেখতে পাওয়ার দুঃখ। কিন্তু ধরুন যদি এমন হয় মাস্ক পরবেন আপনি কিন্তু তাও দেখা যাবে আপনার গোটা মুখ! তাহলে ব্যাপারটা কেমন হয়?
এবারে এরকমই এক অদ্ভুত জিনিস সম্ভব করলেন এক ব্রাজিলিয়ান শিল্পী।এমনিতে তিনি রিও কার্নিভালে নানা রকমের মুখোশ এবং শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত থাকলেও তার এই প্রতিভাকে মাস্কের ওপরে তুলে ধরলেন এই ব্যক্তি।
কিচ্ছুটি করতে হবেনা আপনাকে। শুধু দিতে হবে এক কপি ছবি।সামনে থাকা মূর্তির ওপরে মাস্ক বসিয়ে এক্কেবারে নাকের পর থেকে যেমনটা আপনার মুখ তেমনটাই নিমেষেই এঁকে ফেলবেন এই শিল্পী। এক্কেবারে রিয়ালিস্টিক পেইন্টিং হওয়ার কারণে এই মাস্ক পড়ার পরে কারুর বোঝার উপায় নেই আপনার মুখে মাস্ক আছে কি নেই। মনে হবে বিনা মাস্কেই ঘুরে বেড়াচ্ছেন আপনি।আসলে মাস্কের তলায় আপনার মুখের হুবহু নকল মাস্কের ওপর থাকার কারণে প্রটেকশনও হলো আবার সবাইকে মুখ দেখানোও হলো...... ব্যাপারটা বেশ মজার নয় কী?
SREEPARNA DASGUPTA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Mask, Viral Video