#লন্ডন: লকডাউনের মাঝেই দেখা মিলল বিট্রেনের কুইন এলিজাবেথের৷ করোনার কোপে জবুথবু গোটা ইউরোপ৷ ব্রিটেনের অবস্থাও একই রকম৷ দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ যুবরাজ চার্লসও হয়েছিলেন করোনা আক্রান্ত৷ তবে তাঁরা সকলেই সুস্থ হয়ে গিয়েছেন৷ সেক্ষেত্রে ব্রিটেনের রানিকে নিয়ে অনেকেই উদ্বেগে ছিলেন৷ কারণ তাঁর বয়স অনেকটাই বেশি৷ তবে সবার সব ভয় কাটিয়ে জনসমক্ষে এলেন তিনি! ৯৪ বছরেও যে তিনি পুরো ফিট, তা তাঁর ঘোড়া সাওয়ার দেখেই স্পষ্ট৷
উইন্ডসর ক্যাসেলের হোম পার্কে দেখা যায় রানিকে৷ পরনে ছিল সবুজ জ্যাকেট ও রঙিন স্কার্ফ৷ বাকিংহাম প্যালেস সূত্রে খবরে জানানো হয়েছে যে, ঘোড়াটির ওপর সাওয়ার হয়েছেন রানি, তার বয়স মাত্র ১৪ বছর৷ ঘোড় দৌড়ে পটু রানি এলিজাবেথ, খবুই পছন্দ করেন ঘোড়া চড়তে৷
এপ্রিল মাসে ৯৪-এ পা দেন রানি৷ সবে তাঁর জন্মদিন উপলক্ষ্যে যে গান স্যালুটের রীতি রয়েছে ব্রিটেনে, তা এবার বন্ধ ছিল৷ মূলত করোনার জন্য কোনও উদযাপনই করা সম্ভব হয়নি৷ ৬৮ বছরের মধ্যে এই প্রথম রীতি ভাঙতে হয়৷ তবে ৭৫তম VE Day-র জন্য টেলিভিশনে একটি ছোট বার্তা রাখেন রানি৷ করোনার সঙ্গে লড়াই চালানো ব্রিটেনবাসীকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সেনাদের কথা মনে করান তিনি৷ এর পর এপ্রিল মাসেও তিনি দেশবাসীর উদ্দ্যেশে একতার বার্তা দিয়ে একটি বক্তব্য রাখেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Britain, Coronavirus, Lockdown