হোম /খবর /বিদেশ /
পাইথনের পেটে আস্ত একটা তোয়ালে ! ভিডিও দেখলে অবাক হবেন

পাইথনের পেটে আস্ত একটা তোয়ালে ! ভিডিও দেখলে অবাক হবেন

সেই মন্টির কীর্তিই এখন গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ তা কী করল এই মন্টি দ্য পাইথন?

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ওজন ৫ কেজি ৷ লম্বা ৩ মিটার ৷ বয়স ১৮ ৷ আদুরে একটা নামও আছে তার ‘মন্টি’ ৷ সেই মন্টির কীর্তিই এখন গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ তা কী করল এই মন্টি দ্য পাইথন?

সম্প্রতি Small Animal Specialist Hospital -এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে একটি পাইথনের পেটে থেকে বের করা হচ্ছে আস্ত একটা তোয়ালে ৷ চিকিৎসকরা অনুমান করছেন, সমুদ্র সৈকতেই এই কাণ্ড ঘটিয়েছে মন্টি ৷ না হলে হঠাৎ করে তোয়ালে পেল কোথায়?

দেখুন সেই ভিডিও---

Published by:Akash Misra
First published:

Tags: Python swallows, Python swallows beach towel, Snake, Viral Video