#কলম্বো: আগেই রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের প্রাসাদের দখল নিয়েছিল বিদ্রোহী জনতা৷ এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল উইক্রেমেসিঙ্গের বাসভবনে আগুন ধরিয়ে দিল ক্ষিপ্ত জনতা৷ ফলে যত সময় যাচ্ছে, শ্রীলঙ্কায় অরাজক পরিস্থিতি ততই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে৷
এ দিন সন্ধ্যাতেই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী৷ সেই বৈঠকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন রনিল উইক্রিমেসিঙ্গে৷ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ট্যুইটও করেন তিনি৷
আরও পড়ুন: দেশে খাদ্য সঙ্কট, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকেই চলল খাবার লুঠপাট, দেখুন ভিডিও
কিন্তু প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত নিতেই অনেক দেরি হয়ে গেল৷ ততক্ষণে দলে দলে মানুষ উইক্রিমেসিঙ্গের বাড়ির দিকে এগিয়ে গিয়েছেন৷ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেই সেটিতে আগুন ধরিয়ে দেয় জনতা৷ প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা৷
#WATCH | Sri Lanka: Amid massive unrest in the country, protestors set ablaze the private residence of Sri Lankan PM Ranil Wickremesinghe#SriLankaCrisis pic.twitter.com/BDkyScWpui
— ANI (@ANI) July 9, 2022
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিসের তরফেই জানানো হয়, বিদ্রোহীরা প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে৷ গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ অবনতি হয়েছে৷ দ্বীপ রাষ্ট্রটির বিদেশী মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে৷ দু' দিন আগেই শ্রীলঙ্কা দেউলিয়া বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী রনিল উইক্রিমেসিঙ্গে৷ দেশের এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট রাজাপক্ষকেই দায়ী করা হচ্ছিল৷
কিন্তু গত কয়েক সপ্তাহে শ্রীলঙ্কার পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷ বিদেশ থেকে জ্বালানি আসা বন্ধ হয়ে যায়৷ জ্বালানির সঙ্কটে স্কুলে পর্যন্ত ছুটি ঘোষণা করতে হয়৷ জরুির প্রয়োজনেও মিলছে না পেট্রোল, ডিজেল৷ এর পরেই শ্রীলঙ্কাবাসীর ধৈর্যের বাঁধ ভাঙে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sri Lanka