#কলম্বো: অশান্তি থামছে না শ্রীলঙ্কায়। নির্বাচন ও পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদে নতুন মুখ। তার পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয় দীনেশ গুণবর্ধনেকে। কিন্তু তাঁর পরেই ফের নতুন করে শুরু হয় আন্দোলন। তবে আন্দোলন কড়া হাতে দমন করা হচ্ছে সেই আন্দোলন। শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে সরকার বিরোধী আন্দোলনকারীদের প্রধান শিবির ভেঙে দিয়েছে বলে খবর। খালি করে দেওয়া হয়েছে সেই শিবির।
আরও পড়ুন: 'আমরা ছেড়ে কথা বলব না', পার্থর বাড়িতে ইডি হানার পরই হুঁশিয়ারি চন্দ্রিমা ভট্টাচার্যের!
ইতিমধ্যে শ্রীলঙ্কার স্পেশাল টাস্ক ফোর্সকে সে দেশের রাষ্ট্রপতির বাড়িতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সয়ংক্রিয় অস্ত্র হাতে সেনা আধিকারিকরা নিরাপত্তা দিচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির চারিদিকে। ইতিমধ্যে প্রতিবাদীদের তৈরি করা ব্যারিকেড ভেঙে সরিয়ে দিয়েছে সেনাবাহিনী। প্রতিবাদীরও ইতিমধ্যে জানিয়েছেন, তাঁরা দখল করে নেওয়া রাষ্ট্রপতি ভবন তাঁরা প্রশাসনের হাতে তুলে দেবেন।
আরও পড়ুন: ইডির টানা জেরায় 'অসুস্থ' বোধ করছেন পার্থ চট্টোপাধ্যায়, বাড়িতে ডাকা হল ডাক্তার
এ দিকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চলছেই। শুক্রবারও শ্রীলঙ্কায় পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মৃত্যু হয়েছে মোট দুজনের। প্রতিদিনই সে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। পাওয়া যাচ্ছে না যথেষ্ট পরিমাণে তেল। পেট্রোল পাম্পে লম্বা গাড়ির লাইন পড়ছে। দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও পাওয়া যাচ্ছে না তেল। ইতিমধ্যে ক্ষমতা দখলের পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছেন রাজাপাক্ষে পরিবারের আস্থাভাজন দীনেশ গুণবর্ধনেকে। তার আগেই সরকারি ভবনের চারপাশ থেকে প্রতিবাদীদের সরিয়ে দেয় শ্রীলঙ্কার পুলিশ ও সেনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sri Lanka