#লিঁলে:জেল কর্তৃপক্ষের হাতে ফুটেজ আসতেই চাঞ্চল্য ৷ জেল যেখানে মানুষ শাস্তিভোগ করতে যায়, -যেখানে জীবন নিয়ন্ত্রিত যেখানে সব আইনেই শাসনে বাঁধা সেখানেই এতবড় অনৈতিক কাজ ৷ ফ্রান্সের একটি জেলের ফুটেজ অনলাইনে চাঞ্চল্য তৈরি করেছে লম্বা সময় ধরে ৷ যে ভিডিও ফুটেজ বেশ খানিকটা পুরনো হলেও ভাইরাল হওয়ায় ফের একবার সামনে এসেছে সেই নক্কারজনক ঘটনা ৷
উত্তর ফ্রান্সের একটি জেলের এই ভিডিও নেট দুনিয়ার প্রাপ্তবয়স্ক বিনোদনের অন্যতম জনপ্রিয় এক ভিডিও ৷ যেখানে জেলের একট মহিলাগার্ডকে এক পুরুষবন্দিকে যৌনসুখ দিতে দেখা যাচ্ছে ৷ মেয়েটি সম্পূর্ণ যৌনমিলন না করলেও প্রাথমিক যৌনসুখ দিচ্ছে পুরুষ বন্দীকে ৷
লিঁলের Sequedin এই জেলের ঘটনায় যিনি গার্ড ছিলেন তিনি অবশ্য একজন শিক্ষানবীশ ছিলেন ৷ দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও জেলেরই রেকর্ডিং করা হয়, এবং তারপর তা অনলাইনে লিক হয়ে যায় ৷ প্রাথমিকভাবে স্ন্যাপচ্যাট থেকে অন্য অন্য অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এই কুকীর্তির ভিডিও ৷
ভিডিওতে দেখা যায় মহিলাটি পুরুষটির সঙ্গে দাঁড়িয়ে প্রথমে কথা বলছিলেন তারপর দেখে নেন করিডর দিয়ে কেউ আসছে কিনা, কেই আসথে না এই বিষয়টি নিশ্চিত হওয়ায় তিনি পুরুষ বন্দির যৌনতৃষ্ণা পরিতৃপ্ত করার কাজে ব্যস্ত হয়ে পড়েন ৷
Photo Courtesy- Twitter / Video Grab
তদন্তে জানা যায় জেলবন্দিকে ওরাল সেক্সের মাধ্যমে মহিলা জেলরক্ষকটি আনন্দ দিচ্ছিলেন সেই বন্দি ড্রাগ ট্রাফিকিংয়ের জন্য জেলে ছিল ৷ অপরাধীর বয়স ২৬ বছর ৷ এই ঘটনার পর বিভিন্ন সেল রেড করে তিনটি মোবাইল ফোন পাওয়া যায় ৷ যার একটিতে এই ভিডিও ফুটেজটিও পাওয়া যায় ৷
এই ঘটনার পর ওই মহিলাকে কাজ থেকে নির্বাসিত করা হয় অন্যদিকে ও বন্দিকেও অন্য জেলে পাঠানো হয়েছে ৷
Published by:Debalina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।