#লন্ডন: আগেই জানা গিয়েছিল যে, রাজপরিবার ছাড়তে চলেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি (Prince Harry) ও তাঁর স্ত্রী মেগান (Meghan)৷ শুক্রবার ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী ছোট রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগান লিখিত ভাবে ব্রিটেনের রাজ দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন৷ বাকিংহ্যাম প্যালেস ছেড়ে আসার জন্য যাবতীয় রাজ-উপাধিই খোয়াতে হচ্ছে হ্যারি-মেগানকে৷ হ্যারির রাজকীয় উপাধি ছিল ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স৷
হ্যারি-মেগানের রাজ দায়িত্ব থেকে সরে আসার বিষয়টি নিশ্চিত করেই বাকিংহ্যাম প্যালেস থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে এদিন৷ সেখানে বলা হয়েছে, "ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স রানিকে নিশ্চিত করেছে যে, তাঁরা আর রাজ দায়িত্বের সঙ্গে রাজ পরিবারে ফিরবেন না৷ আমরা সকলেই এই সিদ্ধান্তে দুঃখিত৷ ডিউক অ্যান্ড ডাচেস পরিবারের ভালবাসার সদস্য হয়েই থাকবেন৷"
A Buckingham Palace statement on The Duke and Duchess of Sussex ➡️https://t.co/nl7RiZmGiZ
— The Royal Family (@RoyalFamily) February 19, 2021
হ্যারি ও মেগান ব্যক্তিগত খরচ চালানোর জন্য অনেক আগেই রাজকোষ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছিলেন৷ এবার চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন৷ রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি ও নাতবউ দীর্ঘদিন ধরেই রাজপরিবার ছাড়ার কথা ভেবে আসছিলেন৷ কারণ তাঁরা ব্যক্তিগত জীবনে গণমাধ্যমের নজরাধীন হওয়া থেকে মুক্তির পথ খুঁজছিলেন৷ অবশেষে বাকিংহ্যাম প্যালসকে আলবিদা জানালেন তাঁরা৷