#হাউস্টন: আক্ষরিক অর্থেই মার্কিন মুলুকে মোদি ম্যানিয়া! শনিবারই হাউস্টন পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ হিউস্টনে মেগা ইভেন্টে অনাবাসী ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদি৷ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে স্টেজে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ মেগা শো-এর নাম 'Howdy Modi!'৷ হিউস্টনে 'হাউ ডু ইউ ডু'-কে সংক্ষপে হাউডি বলেন বাসিন্দারা৷
United States: Prime Minister Narendra Modi meets and interacts with a delegation of Kashmiri Pandits, in Houston. pic.twitter.com/2hAswYgAKZ
— ANI (@ANI) September 22, 2019
এক সপ্তাহের এই মার্কিন সফরে ইতিমধ্যেই মোদি দেখা করেছেন আমেরিকায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে৷ একই সহ্গে দেখা করেছেন তেল সংস্থার সিইও-দের সঙ্গেও৷ ১৯৮৪ সালের শিখ দাঙ্গা, আনন্দ ম্যারেজ অ্যাক্ট, ভিসা, পাসপোর্ট পুনর্বিকরণ-সহ একাধিক বিষয়কে তাঁর ভাষণে রাখার আবেদন জানিয়ে একটি স্মারক দিয়েছেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা৷ একই সঙ্গে দিল্লি বিমানবন্দরের নাম গুরু নানক দেব-এর নামে রাখারও অনুরোধ জানিয়েছেন তাঁরা৷
হিউস্টনে পৌঁছনোর আগে প্রধানমন্ত্রীর বিমান প্রযুক্তিগত ত্রুটির জেরে ফ্রাঙ্কফুর্টে ২ ঘণ্টা দেরি হয়৷ সেখানে বিমানবন্দরেই মোদিকে স্বাগত জানান জার্মানিকে নিযুক্তি ভারতের রাষ্ট্রদূত মুক্তা তোমর ও কনস্যুল জেনারেল প্রতিভা পার্কার৷ আজকের মেগা ইভেন্ট নিয়ে এই নিয়ে গত তিন মাসে ৩ বার ডোনাল্ড ও নরেন্দ্র মোদির সাক্ষাত্ ঘটল৷ ফ্রান্সে জি-৭ বৈঠকেই 'Howdy Modi!' ইভেন্টের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প৷
আজকের ইভেন্টে ৫০ হাজার মার্কিন-ভারতীয়ের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোদি৷ মোদির সঙ্গে স্টেজে থাকবেন ট্রাম্প৷
আরও ভিডিও: হাউডি মোদি’তে ডোনাল্ড ট্রাম্প, হাউস্টনে মোদির সভায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট