হোম /খবর /বিদেশ /
প্রধানমন্ত্রী মোদিকে লিজিয়ন অফ মেরিট সম্মান প্রদান মার্কিন যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী মোদিকে লিজিয়ন অফ মেরিট সম্মান প্রদান মার্কিন যুক্তরাষ্ট্রের

দু'দেশের কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নে এবং বিশ্বের অন্যতম শক্তি হিসেবে ভারতের উত্থানের জন্যই এই সম্মান দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে।

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে আরও একটি পালক যুক্ত হল। বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মান লিজিয়ন অফ মেরিট পুরস্কারে ভূষিত করেছেন। দু'দেশের কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নে এবং বিশ্বের অন্যতম শক্তি হিসেবে ভারতের উত্থানের জন্যই এই সম্মান দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। হোয়াইট হাউসে মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ানের থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রদূত তরনজিত সিং।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত এবং আমেরিকা ট্রাম্প এবং মোদির নেতৃত্বে আগের থেকে অনেক কাছাকাছি এসেছে, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখানো হয়েছে দুই দেশের বন্ধুত্বকে। পৃথিবীতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কৌশলগত অংশীদারিত্ব বড় ভূমিকা নেবে বলে মনে করে আমেরিকা। উল্লেখ্য আগে সামরিক ক্ষেত্রে ভারত যেমন রাশিয়া এবং ইজরায়েলের ওপর বেশি নির্ভরশীল ছিল,এখন সেই জায়গায় সামরিক বিভাগে আমেরিকা ভারতের অন্যতম সহযোগী।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক আদান-প্রদান বেড়েছে। করোনা পরিস্থিতি দুই দেশকে আরও কাছাকাছি এনেছে।ব্রায়ান আরও একটি টুইট করে বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকেও একই সম্মান দেওয়া হয়েছে। তবে সব রাষ্ট্রদূতরাই এই পুরস্কার গ্রহণ করেছেন। কদিন আগেও ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকার নেতৃত্বে জাপান এবং ভারত এশিয়ায় আরও বড় ভূমিকা পালন করবে। লক্ষ্যটা যে চিন তাতে আশ্চর্যের কিছু নেই।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Donald Trump, Narendra Modi