#ব্রিটেন: স্বল্প পোশাকে মায়েদের স্কুলে আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হল৷ সরাসরি নোটিশ দিয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে, সন্তানকে স্কুলে ছাড়তে এলে পরতে হবে সঠিক পোশাক৷ অধিকাংশ ক্ষেত্রেই পোশাকে শালীনতা বজায় থাকে না মায়েদের, অভিযোগ স্কুলের৷ এতটাই ছোট পোশাক বা শরীরের সঙ্গে আঁটো পোশাক পরে স্কুলে সন্তানদের ছাড়তে বা নিয়ে যেতে আসেন মায়েরা, যা দেখে একপ্রকার অন্তর্বাস বলেই মনে হয়৷ পড়ুয়াদের মায়েদের নিয়ে এমনই মারাত্মক অভিযোগ স্কুল কর্তৃপক্ষের৷ তাই তো স্কুলের মাঠে বড়বড় করলে পড়ল নোটিশ৷ মায়েদের ঠিক মতো এবং রুচিশীল পোশাক পরে আসার নির্দেশ দিল স্কুল৷ এই ঘটনায় খুবই চাঞ্চল্য ছড়িয়েছে৷
ঘটনাটি ব্রিটেনের৷ ওয়েস্ট সাসেক্সের ক্রাউলের সেইমোর প্রাইমারি স্কুলের এই ঘটনা৷ স্কুল জানালো যে, খুব টাইট পোশাক বা শরীর উন্মুক্ত পোশাক পরে ছেলে মেয়েদের স্কুলে ছাড়তে এলে বা স্কুল থেকে নিয়ে যেতে এলে আখারে মায়েদের বদনাম হবে৷
তবে এমন কড়া নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন অভিভাবকরা৷ অনেকে আবার স্কুলের সঙ্গে এক মত হয়েছেন৷ এক অভিভাবকের কথায়, অনেক মা গাউন আর বাড়ির চটি পরে আসেন, আবার অনেকে মিনি স্কার্ট ক্রপ টপ পরে আসেন৷ এমন পোশাক যা ভীষণ ভাবেই খোলামেলা৷ এছাড়াও বিভাজিকা দেখানো ডিপ ভি নেক টপ পরেও অনেক মা স্কুলে ঢুকে পড়েন৷ সকলের নজর সেই দিকেই চলে যায়, যা স্কুলের পরিবেষ নষ্ট করে৷ বাবা-মায়ের দেখেই ছেলেমেয়েরা শেখে৷ তাই কোথায় কী পোশাক পরতে হবে, তা সন্তানদের শেখাতে মায়েদের সতর্ক থাকা প্রয়োজন বলেই বলছেন এক অভিভাবক৷
আরও পড়ুন প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের শোভা বাড়াবে খাদির মুজিব জ্যাকেট!
তবে অন্য এক ছাত্রের অভিভাবক স্কুলের এই নোটিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন৷ তাঁর মতে স্কুলের নির্দেশের ভাষা খুবই উগ্র ছিল৷ মায়ের কেমন পোশাক পরে স্কুলে আসতে পারেন, তা ভালভাবেই বলা যেতে পারতে বলেই তাঁর মত৷
বিভিন্ন মতামত উঠে আসায় স্কুল কর্তৃপক্ষও একটু নরম মনোভাব দেখিয়েছেন৷ তাঁরা মেনে নিয়েছেন যে তাঁদের নির্দেশ বেশি কড়া ছিল৷ তাই পরবর্তীতে আবারও একটি নির্দেশিকা প্রকাশ করা হয় স্কুলের পক্ষ থেকে৷ সেখানে লেখা ছিল যে, মায়েদের একেবারে ঘরোয়া পোশাক বা শরীর দেখানো পোশাক না পরে আসতে অনুরোধ করা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Primary School, United Kingdom