corona virus btn
corona virus btn
Loading

আবার করোনার পরীক্ষা করালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!

আবার করোনার পরীক্ষা করালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!
President Trump tested Corona negetive

হোয়াইট হাউজ সূত্রের খবর যে এই পরীক্ষা করতে কোনও সমস্যা হয়নি ট্রাম্পের৷ পরে সেকথা নিজেও জানান রাষ্ট্রপতি৷

  • Share this:

#ওয়াশিংটন: আরও একবার করোনা ভাইরাসের পরীক্ষা করালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ এর আগেও একবার তিনি এই পরীক্ষা করেছিলেন৷ রাষ্ট্রপ্রধান হিসেবে বিভিন্ন দেশ ঘুরতে হয় তাকে এবং সংস্পর্শে আসতে হয় বিভিন্ন মানুষের৷ যদিও করোনার সংক্রমণ বাড়তে থাকায় আপাতত সব ট্যুর বাতিল করা হয়েছে এবং সাক্ষাৎ পর্বের ওপরও নিষেধাজ্ঞা আনা হয়েছে৷ কিন্তু তবুও কৌতুহলবশত করোনার পরীক্ষা করেন ডোনাল্ড ট্রাম্প৷

হোয়াইট হাউজ সূত্রের খবর যে এই পরীক্ষা করতে কোনও সমস্যা হয়নি ট্রাম্পের৷ পরে সেকথা নিজেও জানান রাষ্ট্রপতি৷ তিনি বলেছেন যে করোনার পরীক্ষাটি করতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট৷ ১৫ মিনিটের মধ্যেই সামনে চলে আসে পরীক্ষার ফল৷ এবং যেটি নেগেটিভ দেখা যায়৷ অর্থাৎ তিনি করোনায় সংক্রমিত নন৷ এর আগেও যে পরীক্ষাটি হয়, তাতেও তার সংক্রমণের খোঁজ মেলেনি৷

আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ তাই নিজে সবসময় সচেতন থাকছেন রাষ্ট্রপতি ও সকলের উদ্দেশ্যে দিচ্ছেন সতর্ক থাকার বার্তা৷

Published by: Pooja Basu
First published: April 3, 2020, 12:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर