Home /News /international /
বিক্ষোভের মধ্যেই শপথ নেবেন ‘প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প

বিক্ষোভের মধ্যেই শপথ নেবেন ‘প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প

২০ জানুয়ারি, ২০১৭ অর্থাৎ আজ থেকেই শুরু ট্রাম্প জমানা ৷ মার্কিন যু্ক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে এদিনই শপথ নেবেন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ৷

 • Last Updated :
 • Share this:

  #নিউইয়র্ক: ২০ জানুয়ারি, ২০১৭ অর্থাৎ আজ থেকেই শুরু ট্রাম্প জমানা ৷ মার্কিন যু্ক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে এদিনই শপথ নেবেন নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ৷ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে অনেক ভোটের ব্যবধানে হারিয়ে জিতলেও, ফল বেরোনোর পর থেকেই নয়া প্রেসিডেন্ট বিক্ষোভের সম্মুখীন ৷

  আমেরিকার ইতিহাসে ৭০ বছর বয়সী প্রবীণতম প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ইতিহাসে তুললেও আরও অনেক দিক দিয়েও ঐতিহাসিক ট্রাম্পের এই শপথ গ্রহণ ৷ এই প্রথম কোনও প্রেসিডেন্টের শপথ মুহূর্তে রাষ্ট্র জুড়ে চলছে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ৷ ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক, ‘আপনি আমাদের প্রেসিডেন্ট নন’, বার্তা নিয়ে বিক্ষোভে সামিল লক্ষ লক্ষ প্রতিবাদী আমেরিকান ৷

  শুক্রবার দুপুরে ক্যাপিটলে শপথ নেবেন আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ৷ প্রথা অনুযায়ী নয়া রাষ্ট্রনায়ককে অর্ভ্যথনা জানাতে তৈরি হোয়াইট হাউস ৷ ট্রাম্প দম্পতিকে স্বাগত জানাবেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল।

  বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পূর্ণ ৷ মার্কিন জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে অনুষ্ঠান ৷ মবট্যাব কয়ার’ ব্যান্ডের সঙ্গে গাইবেন যুক্তরাষ্ট্রের গট ট্যালেন্টসে’র বিজয়ী জ্যাকি ইভানকা। শপথ অনুষ্ঠানে ওবামা দম্পতি ছাড়াও উপস্থিত থাকবেন প্রায় নয় লাখ মানুষ। শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নতুন রাষ্ট্রনায়ক ৷

  বিক্ষোভের কথা মাথায় রেখে শপথ অনুষ্ঠানে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে মার্কিন প্রশাসন ৷ শপথ অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্প সমর্থকরা ছাড়াও বিক্ষোভকারীরাও পৌঁছেছেন ওয়াশিংটনে ৷ রাজধানী ওয়াশিংটন ডিসিতেই মোতায়েন ২৮ হাজার পুলিশ সহ নিরাপত্তাকর্মী। এছাড়াও এদিনের অনুষ্ঠান চলাকালীন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ পুরো অনুষ্ঠানের জন্য খরচ হচ্ছে প্রায় ১২০০ কোটি টাকা ৷

  ট্রাম্প টাওয়ার ছেড়ে স্ত্রীকে নিয়ে হোয়াইট হাউসে রওনা হওয়ার আগে হবু প্রেসিডেন্ট ট্যুইটারে লেখেন, ‘সফর শুরু ৷ আমেরিকানদের এই সফরের অভিজ্ঞতা যাতে খুব ভালো হয়, তার জন্য সবরকম প্রচেষ্টা, লড়াই ও কঠোর পরিশ্রম করব ৷

  First published:

  Tags: Donald Trump, Oath Taking Ceremony, US president