Home /News /international /
জনশূন্য ভ্যাটিক্যান চত্বর! নিষেধ উপেক্ষা করেই রাস্তায় পোপ ফ্রান্সিস

জনশূন্য ভ্যাটিক্যান চত্বর! নিষেধ উপেক্ষা করেই রাস্তায় পোপ ফ্রান্সিস

শূন ভ্যাটিক্যানে পোপ ফ্রান্সিস৷

শূন ভ্যাটিক্যানে পোপ ফ্রান্সিস৷

সম্প্রতি করোনা ভাইরাস তাঁর এপিসেন্টার বা প্রধান কেন্দ্র বদলে পৌঁছে গিয়েছে ইওরোপে৷ গোটা ইতালি হয়ে উঠেছে মৃত্যুর নগরী৷ এই অবস্থাতে কিছুতেই হাত গুটিয়ে বসে থাকতে পারছেন না পোপ ফ্রান্সিস৷

  • Share this:

#ভ্যাটিক্যান সিটিঃ হিন্দুদের যেমন কাশী, মুসলমানের যেমন মক্কা- মদিনা, খ্রিস্টানের কাছে তেমনই ভ্যাটিক্যান৷ সমস্ত খ্রিস্ট ধর্মাবলম্বীই ভ্যাটিক্যানের পূণ্যভূমি জীবনে একবার অন্তত ছুঁয়ে দেখতে চান৷ একটি বার পোপের বরভয় মুদ্রা দেখার জন্যে জড়ো ভ্যাটিক্যানে জড়ো হন লক্ষ লক্ষ মানুষ৷ করোনার জেরে সেই চিরচেনা ছবিটাই এবার আমূল বদলে যাচ্ছে৷ সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে প্রতিদিনের মতোই পোপ ফ্রান্সিস দাঁড়িয়েছেন জানলায়৷ কিন্তু নীচের সেই জনসমুদ্র নেই৷ খাঁ খাঁ শূন্যতা বিরাজ করছে সেই চত্বরে৷

সম্প্রতি করোনা ভাইরাস তাঁর এপিসেন্টার বা প্রধান কেন্দ্র বদলে পৌঁছে গিয়েছে ইওরোপে৷ গোটা ইতালি হয়ে উঠেছে মৃত্যুর নগরী৷ এই অবস্থাতে কিছুতেই হাত গুটিয়ে বসে থাকতে পারছেন না পোপ ফ্রান্সিস৷ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর ,রবিবাার সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করেই বেরিয়ে পড়েন৷ দু’টি চার্চেও যান তিনি৷

রবিবার পোপ প্রার্থনা সারেন সান্টা মারিয়া ম্যাগিওরে চার্চে৷ সেখানেই ১৫২২ সালে নির্মিত একটি যিশুর মূর্তি রয়েছে৷ ওই বছর গোটা রোমে ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়েছিল৷

Published by:Arka Deb
First published: