#আবু ধাবি: প্রযুক্তির ব্যবহারই উন্নতির শেষ কথা ! আবু ধাবিতে ভিডিও কনফারেন্সে হিন্দু মন্দিরের শিলান্যাস করে এরকমই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই ছবি বিদেশমন্ত্রকের তরফ থেকে ট্যুইটও করা হয়েছে ৷
PM @narendramodi met PM of France Edouard Philippe on the sidelines of the @WorldGovSummit in Dubai. The two leaders had a good discussion on strengthening our strategic partnership. PM said that he was looking forward to the visit of French President Macron to India next month. pic.twitter.com/FA6rbICcPU
— Raveesh Kumar (@MEAIndia) February 11, 2018
আরব আমির শাহির সফরে রয়েছে নরেন্দ্র মোদি ৷ সেই উপলক্ষ্যেই রবিবার প্রবাসী ভারতীয়দের সামনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী ৷ আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ধন্যবাদ জ্ঞাপন জানান আবু ধাবির ক্রাউন প্রিন্সকে। মোদি বলেন, ‘আমার বিশ্বাস এই মন্দির শুধু তার স্থাপত্য ও আড়ম্বরপূর্ণ উপস্থিতির জন্য নয়, বিশ্ববাসীকে ‘বসুধৈব কুটুম্বকম’ বার্তা দেওয়ার জন্যও স্মরণীয় হয়ে থাকবে।’ মোদির এই সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে দুবাইয়ে অনুষ্ঠিত ষষ্ঠ ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিটে অংশ নেওয়া ৷ এবারের সামিটে ভারত অতিথি দেশের সম্মান পেয়েছে ৷ সংযুক্ত আরব আমির শাহির দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করাই এই সফরের মূল উদ্দেশ্য৷
On the sidelines of the World Government Summit in Dubai, PM @narendramodi met with Kyrgyz Prime Minister Sapar Isakov and shared their views on bilateral and regional issues. pic.twitter.com/Hka3022hRI — Raveesh Kumar (@MEAIndia) February 11, 2018
সফরের তালিকায় সংযুক্ত আরব আমির শাহির প্রধান শেখ মহম্মদ বিন শেখ রসিদ আল মাখতুমের সঙ্গে বিশেষ বৈঠক রয়েছে ৷ এই বৈঠকে থাকবেন শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহায়ন, আবু ধাবির রাজা ও ডেপুটি সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স ৷
Indian community gives a warm welcome to PM @narendramodi at the community reception in Dubai. pic.twitter.com/IRUgCAJZ4x
— PMO India (@PMOIndia) February 11, 2018
দুই দেশের মধ্যে নিরাপত্তা সক্রান্ত ব্যবস্থা, দুই দেশের আমদানি, রপ্তানি সব বিষয়ই উঠে আসবে এই বৈঠকের আলোচনায় ৷ এর আগের সফরেও এই সব নিয়ে আলোচনা হয়েছিল ৷ তবে এবারের বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও অটুট করা ও ভবিষ্যত পরিকল্পনা আলোচনা করা হবে ৷ এছাড়াও আলোচনায় উঠে এসেছে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে অর্থনৈতিক উন্নতি সাধন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi