corona virus btn
corona virus btn
Loading

প্রকৃতির মর্জিতেই বাজিমাৎ! বৃষ্টি ছাড়াই অস্ট্রেলিয়ার পুড়ে যাওয়া জঙ্গলে ফের উঁকি দিচ্ছে নতুন প্রাণ

প্রকৃতির মর্জিতেই বাজিমাৎ! বৃষ্টি ছাড়াই অস্ট্রেলিয়ার পুড়ে যাওয়া জঙ্গলে ফের উঁকি দিচ্ছে নতুন প্রাণ

ছোট্ট ছোট্ট সবুজ জীবনের হাতছানিতে ফের ফিরবে প্রাকৃতি ভারসাম্য, এমনটাই আশা গোটা বিশ্বের ৷

  • Share this:

#সিডনি: অবশেষে নিয়ন্ত্রণে এল অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর দাবানল ৷ টানা ৩ মাস ধরে দাউদাউ করে জ্বলার পর শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আবা গিয়েছে দাবানল ৷ দিনরাত এক করে নিরলস কাজ করে চলা দমকলকর্মীরা জানাচ্ছেন, সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের গসপার পাহাড়ের আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সোমবার, নিউ সাউথ ওয়ালসের রুরাল ফায়ার সার্ভিস কমিশনার শানে ফিজত্‍সিমনে জানিয়েছেন, কিছু কিছু এলাকা এখন জ্বলছে। তবে দাবানলের বিরুদ্ধে কঠিন কাজ এখনও থেমে যায়নি। ঘটনায় ইতিমধ্যেই ২৪ জনের মৃত্যু হয়েছে ৷ ৫০ কোটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে ৷ ৮ হাজার শুধু কোয়ালাই মারা গিয়েছে ৷ ৫.৫ মিলিয়ন হেক্টর এলাকা দাবানলের গ্রাসে পুড়ছে ৷ ১৪০০-র বেশি বাড়ি পুড়ে খাক হয়ে গিয়েছে ৷ অস্ট্রেলিয়ার আগুনে ঢেকে গিয়েছে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডও ৷ এই মুহূর্তে প্রায় ১ কোটি মানুষ এই বিষাক্ত ধোঁয়ার আওতার মধ্যে রয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় একের পর এক উঠে এসেছিল ভয়ঙ্কর, হৃদয়বিদারক সেই সমস্ত ছবি ৷ কখনও ঝলসে যাওয়া কোয়ালার ছবি, কখনও জ্বলন্ত বাঘের মাথা, কখনও বা কাঁটাতারের গায়ে ঝুলে থাকা মৃত ক্যাঙারু ৷ ভয়ঙ্কর দাবানলের গ্রাস থেকে বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষা করতে নিরলসভাবে অস্ট্রেলিয়ার বনাঞ্চলে কাজ করেছেন দমকলকর্মীরা ৷ বাঁচানোর চেষ্টা করছেন অবলা জীবজন্তুদের ৷ গত সেপ্টেম্বর থেকে জ্বলছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল ৷ অস্ট্রেলিয়ার উত্তর ও দক্ষিণে আইল্যান্ডের উপরের অংশের জঙ্গলে আগুন লেগেছিল ৷ হেলিকপ্টারের মাধ্যমে ক্রমাগত জল ছড়ানো হয়েছে জঙ্গলের উপর ৷ এয়ারলিফ্ট করে জন্তুদের বাঁচানোর চেষ্টাও চলেছে ৷ ক্ষতির পরিমাণ ২৯.৯ কোটি মার্কিন ডলারেরও বেশি ৷

তবে আশার কথা, সেই আগুন এখন নিয়ন্ত্রণে ৷ শুধু তাই নয়, পুড়ে খাক হয়ে যাওয়া জঙ্গলে দেখা মিলেছে নতুন প্রাণের ৷ ছোট্ট ছোট্ট সবুজ জীবনের হাতছানিতে ফের ফিরবে প্রাকৃতি ভারসাম্য, এমনটাই আশা গোটা বিশ্বের ৷
Published by: Simli Raha
First published: January 13, 2020, 5:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर