#কলম্বিয়া: মঙ্গলবার কলম্বিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান ৷ বিমানে ৯ ক্রু মেম্বর-সহ ৭২ জন যাত্রী ছিলেন ৷ মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বিয়া যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷
জানা গিয়েছে, বিমানে চ্যাপেনকোয়েন্স ক্লাবের ফুটবলাররা ৷ ব্রাজিলিয়ান প্রিমিয়ার লিগের দল চ্যাপেনকোয়েন্স ৷ সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপের কোপা সুদামেরিকররা ফাইনাল খেলতে কলম্বিয়ায় যাচ্ছিলেন তারা ৷ মেডেলিনে কাল অ্যাটলেটিকো নেসিওনালের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলতে কলম্বিয়ায় যাচ্ছিলেন ফুটবলাররা ৷ বিমানের যাত্রীদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ বলে জানানো হয়েছে৷
স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Brazil Football, Chapecoense, Colombia, ETV News Bangla, MbiaColombia Plane Crash