হোম /খবর /বিদেশ /
মাসিক আয় ১.৬ কোটি টাকা, পড়াশোনায় মন দিতে ব্যবসা থেকে অবসর ১১ বছরের বালিকার

Entrepreneur School Girl: মাসিক উপার্জন ১.৬ কোটি টাকা, পড়াশোনায় মন দিতে ব্যবসা থেকে অবসর নিল ১১ বছরের বালিকা

বাবার দক্ষতা এবং নিজের উদ্যোগের দৌলতে এই বয়সেই বহু সম্পত্তির মালকিন পিক্সি

বাবার দক্ষতা এবং নিজের উদ্যোগের দৌলতে এই বয়সেই বহু সম্পত্তির মালকিন পিক্সি

Entrepreneur School Girl: তার ব্র্যান্ড অ্যাকসেসরিজ ও খেলনা বিক্রি করে। কৈশোরে পৌঁছনর আগেই আকাশছোঁয়া অর্থের মালিক এই বালিকা।

  • Share this:

নিজের ব্যবসা থেকে অবসর নিল ১১ বছরের পিক্সি কার্টিস। এখন সে মন দিয়ে লেখাপড়া করতে চায়। খেলনা বিক্রি করে প্রতি মাসে তার উপার্জন ২০০০০০ ডলার। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা। তার বাবার দক্ষতা এবং নিজের উদ্যোগের দৌলতে এই বয়সেই বহু সম্পত্তির মালকিন পিক্সি। তার ব্র্যান্ড অ্যাকসেসরিজ ও খেলনা বিক্রি করে। কৈশোরে পৌঁছনর আগেই আকাশছোঁয়া অর্থের মালিক এই বালিকা।

পিক্সির মা পেশায় পিআর বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন মেয়ে হাই স্কুলে পৌঁছনর সঙ্গে সঙ্গেই ব্যবসা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। গত কয়েক মাস ধরে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন বছর আগে শুরু হওয়া তাদের অনলাইন স্টোর এখন অস্ট্রেলিয়ার শিশুদের মধ্যে খুবই জনপ্রিয়। অনলাইন স্টোর যেমন ছিল, সেরকমই থাকবে। দেখভাল করবে পরিবারের অন্য সদস্যরা।

আরও পড়ুন :  ভ্যালেন্টাইন্স ডে-তে ক্যানসার আক্রান্ত দাদাকে সুস্থ করতে অস্থিমজ্জা দান করে ছোট্ট ভাই আজ সুপারহিরো

পিক্সির বিলাসবহুল জীবন হার মানাবে অনেককেই। ইতিমধ্যেই সে প্রায় ২৭ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জের মালকিন। তার ১১ তম জন্মদিনের পার্টির খরচ ছিল প্রায় ৪০ হাজার ডলার বা ৩৩ লাখ টাকা। আপাতত ব্যবসা থেকে ছুটি নিয়ে সে মন দিয়েছে পড়াশোনায়। তার উপার্জিত অর্থ থেকে শিশুকল্যাণে ব্যয়ও করা হবে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Australia