ডিগ্রি সার্টিফিকেট চিবিয়ে ফেলল পোষ্য, যুবকের পোস্ট থেকে মিল পেলেন অনেকেই, সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে আশ্চর্য সব গল্পে!
Representative Iamge
বিড়ালটি মুখের ভঙ্গি দেখে আবার একজন লেখে, দেখে মনে হচ্ছে ব্যাপারটা সে ভালো ভাবেই এনজয় করছিল। ওই পোস্টটির সঙ্গে বিড়ালটির নানা এক্সপ্রেশনের ছবিও আতিফ শেয়ার করেন।
পোষ্যর সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে সময় কাটানো নিয়ে নানা গল্প প্রায় প্রতি দিনই উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। কখনও তাদের অদ্ভুত কান্ড, কখনও পরিবারের প্রতি তাদের ভালোবাসা নজর কাড়ে নেটিজেনদের। এ বারও এমন এক ঘটনা ভাইরাল হল নেটদুনিয়ায়। যার সূত্রে অনেকেই রিলেট করতে পারলেন নিজেদের পোষ্য আর তাদের সৌজন্যে ঘটা আশ্চর্য সব ঘটনা সঙ্গে!
সম্প্রতি এক যুবক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন একটি ছবি। যেখানে দেখা যায়, একটি মার্কশিট, যার নিচের অংশটা কেউ কেটে দিয়েছে। কাগজের পোকা, ইঁদুর বা অন্য কোনও পোকা-মাকড় সেই কাগজ কেটেছে বলে আপাতদৃষ্টিতে মনে হয়। কিন্তু তার পরই দেখা গেল যে ক্যাপশনে লেখা রয়েছে- আমার ডিগ্রি সার্টিফিকেট খেয়ে নিয়েছে আমার পোষ্য। আর পোষ্যটি হল একটি বিড়াল।
https://twitter.com/mamblono5/status/1340922673233162241
আতিফ আদলান বিন মহম্মদ হানাফিয়া নামের ওই যুবক জানিয়েছেন যে, জুলাইতে ফিন্যান্স ও অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে অনার্স কোর্স শেষ করেন। সম্প্রতি নিজের ডিগ্রি সার্টিফিকেট হাতে পান। যা নিয়ে অত্য়ন্ত আনন্দে ছিলেন। কিন্তু তার মাঝেই এই অকাজ করে বসে তার পোষ্য। এবং প্রায় খেয়েই ফেলছিল ওই সার্টিফিকেট।
আতিফ জানান, তার পোষ্যর এ ব্যাপারে কোনও ভ্রুক্ষেপই ছিল না। বেশ আনন্দেই কাগজ কেটে চলেছিল সে। যেমন বাড়ির অন্য সব কাগজ সে কেটে ফেলে, সে ভাবেই ডিগ্রিটাও বাদ দেয়নি।
https://twitter.com/mamblono5/status/1340939441259511808
তিনি এই ঘটনা পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনদের একাংশ নিজের পোষ্যর সঙ্গে মিল খুঁজে পায়। অনেকেই বিভিন্ন ধরনের জোকসও ক্র্যাক করেন। একজন লেখেন- আমি ওকে ভালোবাসি, ওকে আমার তরফ থেকে একটি চুম্বন দিও। বিড়ালটি মুখের ভঙ্গি দেখে আবার একজন লেখে, দেখে মনে হচ্ছে ব্যাপারটা সে ভালো ভাবেই এনজয় করছিল। ওই পোস্টটির সঙ্গে বিড়ালটির নানা এক্সপ্রেশনের ছবিও আতিফ শেয়ার করেন। সেগুলির নিচেও কমেন্ট আসতে শুরু করে। যার অনেকগুলোর উত্তরও দেন আতিফ।
পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৭৩ হাজার রিট্যুইট হয় পোস্টটি। ৪ হাজার মানুষ লাইক করে। ও শেষ দেখা পর্যন্ত, প্রায় ২ হাজারেরও বেশি কমেন্ট পড়ে। সকলেরই একটা কথা, শুধু বিড়াল নয়, কুকুরের সঙ্গেও তাদের অভিজ্ঞতা একই রকম- অনেক সময়ে কুকুররাও এই ধরনের কাজ করে থাকে। যা তাদের মুখ দেখলে বোঝা যায় না!
https://twitter.com/AlisonPankevich/status/1341161272021291009