হোম /খবর /বিদেশ /
এ কেমন গার্লফ্রেন্ড! বয়স নাকি ৮০০ বছর, বাড়ির ব্যাগে কাকে নিয়ে ঘর করছিলেন যুবক

Viral News: এ কেমন গার্লফ্রেন্ড! বয়স নাকি ৮০০ বছর, বাড়ির ব্যাগে কাকে নিয়ে ঘর করছিলেন যুবক

মমিই নাকি গার্লফ্রেন্ড

মমিই নাকি গার্লফ্রেন্ড

Viral News: কিন্তু এ কেমন গার্লফ্রেন্ড, যাঁর বয়স ৬০০ থেকে ৮০০-এর মধ্যে৷ তা কী করে সম্ভব৷

  • Share this:

নয়াদিল্লি: ২৬ বছরের জুলিও সিজার বেরমেজোর বাড়িতে যা দেখা গেল, তা দেখে চমকে যেতে হয়৷ সরকারি আধিকারিক থেকে পুলিশ অফিসার, সকলেই চমকে গিয়েছেন এই ঘটনা দেখে৷ তিনি বলছেন, এই হল আমার গার্লফ্রেন্ড৷ কিন্তু এ কেমন গার্লফ্রেন্ড, যাঁর বয়স ৬০০ থেকে ৮০০-এর মধ্যে৷ তা কী করে সম্ভব৷

পুলিশ জানিয়েছে, ওই জুলিও সিজার দাবি করেছেন, ‘এটি আসলে ৬০০ থেকে ৮০০-এর মধ্যে৷ কারণ, এটি একটি মহিলার মমি৷ যেটি একটি থার্মাল ব্যাগ থেকে উদ্ধার করেছে প্রশাসন৷ এই ব্যক্তি পেশাগত দিক থেকে একজন ফুড ডেলিভারি আধিকারিক৷ তিনি একসময়ে বাড়িতে বাড়িতে ফুড ডেলিভারি করতেন৷ তিনি এই মমি উদ্ধারের পর বলেছেন, ‘ও আমার আধ্যাত্মিক গার্লফ্রেন্ড৷’

আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..

আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে

 তিনি আরও বলেছেন, তাঁর বাবা এই মমিটি বাড়িতে এনেছিলেন এখন থেকে ৩০ বছর আগে৷ ওই দেশের মিনিস্ট্রি অব কালচারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি আসলে কোনও মহিলার মমি নয়৷ এটি প্রাগ-ঐতিহাসিক যুগের একটি পুরুষের মমিকৃত দেহ৷ পেরুভিয়ান অ্যান্ডেন এলাকায় লিমার দক্ষিণপূর্ব দিকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে রয়েছে এটি৷

ওই ব্যক্তি জানিয়েছেন, ‘‘আমার বাড়িতে, আমার ঘরেই সে থাকে৷ আমি সব সময় ওর খেয়াল রাখি’, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটিতে তিনি এই কথা বলেছেন৷ এই মমিটি একটি ব্যান্ডেজে জড়ানো ছিল৷ এ দিকে মমি এক্সপার্ট জানিয়েছেন, এটি সম্ভবত ৪৫ বছরের একটি পুরুষের দেহ৷ ওই ব্যক্তির অবশ্য অপরাধের প্রসঙ্গ অস্বীকার করেছেন৷ তিনি এটি বিক্রি করতে চাইছিলেন না, সেটা জোরের সঙ্গে বলেছেন তিনি৷

Published by:Uddalak B
First published:

Tags: Viral