হোম /খবর /বিদেশ /
করোনামুক্ত রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি

করোনামুক্ত রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি, বলছেন গবেষকরা

representative image

representative image

করোনা আক্রান্ত হলে পরবর্তীতে সেই রোগীর কোনও অস্ত্রোপচার হলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: করোনা আক্রান্ত হলে পরবর্তীতে সেই রোগীর কোনও অস্ত্রোপচার হলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে, সম্প্রতি এমন তথ্যই প্রকাশ পেল ল্যানসেট জার্নাল-এ প্রকাশিত  গবেষণা পত্রে।

মোট ২৪টি দেশের ২৩৫ টি হাসপাতালের ১১২৮ জন রোগীর ওপর পরীক্ষা করা হয়। দেখা যায়, SARS-CoV-2 সংক্রামিত রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর প্রাণের ঝুঁকি অনেকটাই বেড়ে গিয়েছে। দেখা যায়, এই ধরনের রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের আগামী ৩০ দিনের মধ্যে মৃত্যুর হার প্রায় ২৪ শতাংশ। কোভিড সংক্রমণ হয়নি এমন রোগীর থেকে এই হার অনেকটই বেশি। গবেষকরা দেখেছেন, ইলেকটিভ সার্জারি-র ক্ষেত্রে ১৮.৯ শতাংশ ও এমারজেন্সি সার্জারির ক্ষেত্রে  ২৫.৬ শতাংশ।

অ্যাপেন্ডিক্স ও হার্নিয়ার মতো ছোট ও তূলনামূলক কম জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে মৃত্যুর হার ১৬.৩ শতাংশ, হিপ সার্জারি ও কোলোন ক্যান্সারের ক্ষেত্রে মৃত্যুর হার ২৬.৯ শতাংশ। গবেষণায় দেখা যায়, ৭০ বছরের উর্ধ্বে যাঁদের বয়স তাঁদের ক্ষেত্রে মৃত্যুভয় অনেকটাই বেড়ে যায়। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে গবেষক অনিল ভঙ্গু জানান, ' SARS-CoV-2 আক্রান্ত রোগীরা সেরে ওঠার পরও ছোট অপারেশনের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি ১৬.৩ শতাংশ, ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে ঝুঁকি ১৮.৯ শতাংশ।''

Published by:Rukmini Mazumder
First published:

Tags: COVID infected surfery