#ইসলামাবাদ: টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার চলছিল৷ তার মধ্যেই আচমকা এক কিশোরকে কষিয়ে চড় মেরে বসলেন এক মহিলা সাংবাদিক! পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সাংবাদিকের এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷ অভিযোগ, প্রতিবেদন উপস্থাপনার সময় আপত্তিকর আচরণ করেছিল ওই কিশোর৷ আর তাতেই মেজাজ হারিয়ে এই কাণ্ড ঘটনা ওই মহিলা সাংবাদিক৷
ঘটনাটি গত ৯ জুলাইয়ের৷ ইদ উপলক্ষে পাকিস্তানের কোনও একটি জনবহুল এলাকা থেকে চলছিল সরাসরি সম্প্রচার৷ প্রতিবেদন উপস্থাপনার একেবারে শেষ মুহূর্তে ক্যামেরার সামনেই ওই বালককে চড় মারেন মাইরা হাসমি নামে ওই সাংবাদিক৷
????????? pic.twitter.com/Vlojdq3bYO
— مومنہ (@ItxMeKarma) July 11, 2022
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ওই মহিলাকে ঘিরে রয়েছেন স্থানীয় মানুষ এবং বেশ কিছু ছেলেমেয়ে৷ তখনই দেখা যায়, ওই মহিলা সাংবাদিকের একেবারে সামনেই দাঁড়িয়ে রয়েছে ওই কিশোর৷ ওই মহিলা সাংবাদিক যখন প্রতিবেদন উপস্থাপনা করছিলেন, তখন তাঁর সামনে দাঁড়িয়ে হাত তুলে কিছু ইশারা করে ওই কিশোর৷ যদিও ওই ছেলেটি কী বলছে তা ভিডিও-তে শোনা যায়নি৷ এর পরের মুহূর্তেই ওই সাংবাদিক ছেলেটিকে চড় মারেন৷
আরও পড়ুন: পাক্কা চিনা মাল! গরমেও গলছে না Ice, এমনই তাক লাগানো আইসক্রিম
ট্যুইটারে এই ভিডিও দেখে অনেকেই দাবি করেছে, ছেলেটি আপত্তিকর কিছু বলাতেই মেজাজ হারিয়েছেন ওই সাংবাদিক৷ অনেকে আবার সাংবাদিকের এই আচরণকে সমর্থন করতে পারেননি৷
এই ভিডিও নিয়ে চর্চা শুরু হওয়ার পরই ঘটনা নিয়ে মুখ খোলেন ওই পাকিস্তানি সাংবাদিক৷ ট্যুইটারে মাইরা হাসমি লেখেন, 'সাক্ষাৎকার চলাকালীন একটি পরিবারকে ক্রমাগত উত্যক্ত করছিল ওই কিশোর৷ যার ফলে ওই পরিবারটি খুবই বিরক্ত বোধ করে৷ তাই এই আচরণ আমি সহ্য করতে পারিনি৷'
সামাজিক মাধ্যমে ওই পাকিস্তানি সাংবাদিক অবশ্য যথেষ্ট জনপ্রিয়৷ ট্যুইটারে প্রায় ৯৮০০ ফলোয়ার রয়েছে তাঁর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Viral Video