• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • নেশাগ্রস্ত সিংহ শিশুর সঙ্গে ওয়েডিং ফোটোশ্যুট পাক-দম্পতির! সোশ্যাল মিডিয়ায় তুমুল ধিক্কার

নেশাগ্রস্ত সিংহ শিশুর সঙ্গে ওয়েডিং ফোটোশ্যুট পাক-দম্পতির! সোশ্যাল মিডিয়ায় তুমুল ধিক্কার

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সিংহ শিশুকে কোনও মাদক দ্রব্য দিয়ে তাকে নিস্তেজ করে রাখা হয়েছে । ওয়েডিং ফোটোশ্যুটি প্রাণীটিকে আলঙ্কারিক হিসেবে ব্যবহার করা হয়েছে ।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সিংহ শিশুকে কোনও মাদক দ্রব্য দিয়ে তাকে নিস্তেজ করে রাখা হয়েছে । ওয়েডিং ফোটোশ্যুটি প্রাণীটিকে আলঙ্কারিক হিসেবে ব্যবহার করা হয়েছে ।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সিংহ শিশুকে কোনও মাদক দ্রব্য দিয়ে তাকে নিস্তেজ করে রাখা হয়েছে । ওয়েডিং ফোটোশ্যুটি প্রাণীটিকে আলঙ্কারিক হিসেবে ব্যবহার করা হয়েছে ।

 • Share this:

  #লাহোর: এ দেশে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে শুধু দেশের নয়, দেশের বাইরের বিভিন্ন খবরও নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে ।

  এই ঘটনায় অবশ্য যারপরনায় ক্ষেপে উঠলেন নেটিজেনরা । পশু সুরক্ষা সংগঠনের তরফেও প্রতিবাদ করা হল । সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দেখা যায়, একটি সিংহ শাবক নিয়ে ওয়েডিং ফোটোশ্যুট করেছেন এক পাকিস্তানি দম্পতি । Studio Afzl হল লাহোরের একটি ফোটোগ্রাফি স্টুডিও । এদের ইনস্টাগ্রাম স্টোরিতেই প্রথম ছবিটি পোস্ট হয় । কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায় ।

  একটি ছোট্ট ভিডিওতে নির্মম এই ঘটনার কয়েকটা মুহূর্ত দেখা গিয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সিংহ শিশুকে কোনও মাদক দ্রব্য দিয়ে তাকে নিস্তেজ করে রাখা হয়েছে । দম্পতির ফোটোশ্যুটের সময় সিংহ শাবকটিকে ছবির আলঙ্কারিক উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে । কখনও স্বামী-স্ত্রী হাতে হাত রেখেছেন, মাঝে রয়েছে শাবকটি । কখনও আবার ছানাটিকে মাটিতে শুইয়ে রেখে ছবি তোলা হয়েছে ।

  এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়তেই প্রতিবাদে মুখর হন নেট-নাগরিকরা । লাহোরের ওই ফোটোগ্রাফি স্টুডিও সিংহ শিশুটিকে বন্দী করে ছবির আলঙ্কারিক হিসাবে ব্যবহার করছে, তা একপ্রকার স্পষ্ট হয়ে যায় । দ্রুত সিংহ শাবকটিকে উদ্ধারের আর্জি জানান সকলে ।

  Published by:Simli Raha
  First published: