Home /News /international /
বিয়েতে ১০০ কেজি ওজনের লেহঙ্গা পরে চমকে দিলেন কনে ! দেখুন ভাইরাল ভিডিও

বিয়েতে ১০০ কেজি ওজনের লেহঙ্গা পরে চমকে দিলেন কনে ! দেখুন ভাইরাল ভিডিও

Photo: Youtube

Photo: Youtube

Pakistani bride wears 100 kg lehenga: ভিডিওটি দেখে সবারই প্রশ্ন একটাই, এত ভারী এবং বড় লেহঙ্গা কী করে সামলালেন ওই মহিলা !

 • Share this:

  ইসলামাবাদ: কে বলেছে কোভিড আবহে বিয়েবাড়িতে কোনও জাঁকজমক নেই ! পরিবারের কয়েকজন সদস্যদের নিয়েই বিয়ের পর্ব মিটে যাচ্ছে ৷ পাকিস্তানের এই ভাইরাল হওয়া ভিডিও দেখলে অবাকই হতে হবে ৷ কারণ সেখানে দেখা যাচ্ছে ১০০ কেজি ওজনের লেহঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসেছেন কনে ৷ যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বিশেষ সময় লাগেনি ৷

  ভিডিওটি দেখে সবারই প্রশ্ন একটাই, এত ভারী এবং বড় লেহঙ্গা কী করে সামলালেন ওই মহিলা ! কারণ ১০০ কেজি ওজনের লেহঙ্গা পরা একেবারেই সাধারণ বিষয় নয় ৷  বিবাহ বাসরে আসা অতিথিরাও অবাক হয়ে গিয়েছেন কনের এই কাণ্ড দেখে।

  বিয়েতে আসা অতিথিরা প্রত্যেকেই জানিয়েছে, এমন বিশাল লেহঙ্গা তাঁরা জীবনে দেখেননি ! আর শুধু ওজনে বেশি বা বিশাল সাইজেরই নয় ৷ লেহঙ্গাটি দেখতেও অত্যন্ত সুন্দর ৷ হাতের সেলাইয়ের কাজে ঝলমল করছিল লেহঙ্গাটি ৷ বিয়েতে সবাই কনের চেয়ে তাঁর লেহঙ্গা দেখতেই বেশি ব্যস্ত ছিলেন ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Pakistan, Viral Video

  পরবর্তী খবর