#ইসলামাবাদ: সোমবার সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হল পাকিস্তানে (Pakistan Train Accident)। সূত্রের খবর, এই দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম একাধিক। পাকিস্তানের ঘোটকিতে রেতি ও দাহরকি রেসস্টেশনের মাঝে স্যর সৈয়দ এক্সপ্রেসের (Sir Syed Express) সঙ্গে মিল্লাট এক্সপ্রেসের (Millat Express) মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে খবর। জানা গিয়েছে, স্যর সৈয়দ এক্সপ্রেসটি লাহোরের দিকে যাওয়ার পথে, লাইনচ্যুত মিল্লাট এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। করাচি থেকে সারগোধার দিকে যাচ্ছিল মিল্লাট এক্সপ্রেস। সেই সময় সেটি লাইনচ্যুত হয়ে যায়।
পাকিস্তানের মিডিয়াত ঘোটকির ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ জানিয়েছেন, এই রেল দুর্ঘটনায় অন্তত ৩০ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। আরও অন্তত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর কথায়, ট্রেনের কম করে ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে ৬-৭টি একেবারে দুমড়ে গিয়েছে। আধিকারিকদের কাছে ট্রেনে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, গোটা ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে রয়েছেন।
উসমান আবদুল্লাহ বলেছেন, 'এটা খুবই চ্যালেঞ্জের কাজ। বড় যন্ত্রপাতি এনে রেলের বগি কেটে যাত্রীদের উদ্ধারকাজ শুরু করা হয়েছে। বহু মানুষ ভিতরে আটকে রয়েছেন। স্টেশনের কাছেই মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। উদ্ধার করে সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে যাত্রীদের।' পাকিস্তানের সিন্ধ রেঞ্জার্সরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলোর সমস্ত হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা চালানো হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Train Accident