Kashmir: কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে গেল ইসলামাবাদ

বৃহস্পতিবার কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে পাকিস্তান৷

Bangla Editor | News18 Bangla
Updated:Aug 08, 2019 06:01 PM IST
Kashmir: কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে গেল ইসলামাবাদ
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি
Bangla Editor | News18 Bangla
Updated:Aug 08, 2019 06:01 PM IST

#ইসলামাবাদ: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গেল পাকিস্তান৷ ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ জয়শঙ্করের দাবি খারিজ করলেন পাক বিদেশমন্ত্রী৷

বৃহস্পতিবার কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে পাকিস্তান৷ পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি সাংবাদিক সম্মেলনে বলেন, 'কাশ্মীর সমস্যা আন্তর্জাতিক বিষয়৷ আগেও একাধিক বার হস্তক্ষেপ করেছে রাষ্ট্রপুঞ্জ৷ আমরা এ বারও রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করছি৷'

তবে পাক আকাশপথ ভারতের জন্য বন্ধ রয়েছে, সংবাদমাধ্যমে চলা এই জল্পনা খারিজই করলেন পাক বিদেশমন্ত্রী৷ কর্তারপুর করিডর নিয়েও অবস্থান স্পষ্ট করলেন তিনি৷

First published: 06:00:55 PM Aug 08, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर