corona virus btn
corona virus btn
Loading

কাশ্মীরের দমননীতিকে নাৎসির সঙ্গে তুলনা, ট্যুইটে বিস্ফোরক ইমরান

কাশ্মীরের দমননীতিকে নাৎসির সঙ্গে তুলনা, ট্যুইটে বিস্ফোরক ইমরান

কাশ্মীর পরিস্থিতি নিয়ে মোদির সরকারের বিরুদ্ধে ফের মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

  • Share this:

#করাচি: কাশ্মীর পরিস্থিতি নিয়ে মোদির সরকারের বিরুদ্ধে ফের মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সরাসরি মোদি শিবিরের নাম না করে মোদি সরকারকে নাৎসি জমানা ও হিটলারের সঙ্গে তুলনা করলেন ইমরান খান ৷ রবিবার ট্যুইট করে ইমরান কাশ্মীর নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন ৷

ট্যুইট করে ইমরান লিখলেন, ‘কাশ্মীরে ৩৭০ খারিজ ও কাশ্মীরের বিভাজন নীতির পিছনে রয়েছে সঙ্ঘের আদর্শ ৷ যা কিনা একেবারেই নাৎসি যুগের কথা মনে করায় ৷’

Imu 11

শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুর তীব্র নিন্দা করে ইমরান খান ট্যুইটে লেখেন, ‘কাশ্মীরে যে দমননীতি চলছে তা একেবারে হিটলারের মনোভাব ৷ একসময় হিটলার যেমন ইহুদি গণহত্যায় মেতে উঠেছিল, সেই দিকেই কাশ্মীরকে নিয়ে যাচ্ছে মোদি সরকার ৷ মোদি সরকার জোর করে কাশ্মীরের মানচিত্র বদলে ফেলার চেষ্টা করছে ৷’

Imu 2

রবিবারে ট্যুইট করে ইমরান আরও বলেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরে কার্ফু, দমননীতি এবং কাশ্মীরিদের উপর আসন্ন গণহত্যা যে নাৎসি ভাবাদর্শে অনুপ্রাণিত আরএসএসের আদর্শ অনুযায়ী করা, তা বার বার প্রমাণিত হচ্ছে।’

First published: August 11, 2019, 6:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर