#করাচি: লকডাউনের মধ্যেই শুক্রবার পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগেই একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস ৩২০ বিমান ৷ দুর্ঘটনায় যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ভয়াবহ সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে ৷ যা দেখে ভয়ে শিউড়েই উঠতে হয় ৷
ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র ৷ তারপরেই বিমানবন্দরের খুব কাছেই একটি মডেল কলোনিতে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের PK 8303 বিমানটি ৷ বিমানটি লাহোর থেকে করাচি আসছিল এদিন ৷ দুর্ঘটনাস্থলে উদ্ধারের কাজে নেমে পড়েন পাক রেঞ্জার্স সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷ বিমান দুর্ঘটনায় ওই এলাকায় অসংখ্য বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহতদের অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাদের চিকিৎসা চলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CCTV Footage, PIA Plane Crash