corona virus btn
corona virus btn
Loading

চলছিল Live শো, হঠাৎ রেগে সাংবাদিককে আক্রমণ পাক নেতার! ভাইরাল ভিডিও

চলছিল Live শো, হঠাৎ রেগে সাংবাদিককে আক্রমণ পাক নেতার! ভাইরাল ভিডিও
Photo Courtesy: YouTube
  • Share this:

#ইসলামাবাদ: পাকিস্তানের টিভি শোতে ধুন্ধুমার কান্ড৷ লাইভ শো-তে চলল মারামারি৷ পাক সাংবাদিককে আক্রমণ করলেন পাক নেতা মনসুর আলি সিয়াল৷ পাকিস্তানের শাসক দলের নেতা তহরিক-ই-ইনসাফের মনসুর আলি সিয়ালের এ ধরণের আচরণে নিন্দার ঝড়৷

প্রতিদিনের মতো চলছিল টিভির আলোচনা বা ডিবেট শো৷ অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজনীতিক মনসুর আলি সিয়াল, সাংবাদিক ইমতিয়াজ খান ফারান৷ প্রথম দেখা গেল যে মনসুর আলির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে ইমতিয়াজ খানের৷ কিন্তু তা একসময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছোয়৷

এমন অবস্থা হয় যে সাংবাদিকের ওপর লাইভ শোতেই আক্রমণ করেন নেতা৷ ঘুঁষি, থাপ্পড় কিছুই বাকি ছিল না৷ আর পুরোটাই ধরা পড়ল লাইভ ক্যামেরায়৷ এমন অবস্থা হয় যে সকলে উঠে পড়েন শো থেকে৷ কিছুক্ষণ উত্তাল হয় পরিস্থিতি৷ তারপর আবার সকলে শান্ত হন, শুরু হয় শো৷

ভিডিওটি দেখুন

First published: June 26, 2019, 12:08 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर