Kashmir: সমঝোতার পর এ বার অমৃতসর-ননকানা বাস পরিষেবাও বন্ধ করল পাকিস্তান

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের ঘোষণার পরেই একাধিক বিরোধিতামূলক পদক্ষেপের মধ্যে সমঝোতা এক্সপ্রেস পরিষেবা বন্ধ করেছে পাকিস্তান৷

Bangla Editor | News18 Bangla
Updated:Aug 10, 2019 07:22 PM IST
Kashmir: সমঝোতার পর এ বার অমৃতসর-ননকানা বাস পরিষেবাও বন্ধ করল পাকিস্তান
অমৃতসর-ননকোনা বাস পরিষেবা
Bangla Editor | News18 Bangla
Updated:Aug 10, 2019 07:22 PM IST

#অমৃতসর: সমঝোতা এক্সপ্রেসের পর এ বার ভারত-পাকিস্তান বাস পরিষেবাও একতরফা ভাবে বন্ধ করে দিল পাকিস্তান৷ শনিবার অমৃতসর-ননকানা বাস পরিষেবা বন্ধ করে দিল ইসলামাবাদ৷ বাসটি অমৃতসর থেকে পাকিস্তানের ননকানা সাহিবে যেত৷ এ দিন বাস ভারতে ঢোকার পরেই পরিষেবা বন্ধ করে দেয় পাকিস্তান৷

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের ঘোষণার পরেই একাধিক বিরোধিতামূলক পদক্ষেপের মধ্যে সমঝোতা এক্সপ্রেস পরিষেবা বন্ধ করেছে পাকিস্তান৷ এ বার অমৃতসর-ননকানা সাহিবের বাস পরিষেবাও বন্ধ করার সিদ্ধান্ত নিল ইসলামাবাদ৷ শনিবার বাস ভারতে আসার পরেই চালককে পাকিস্তান না-ঢোকার নির্দেশ দেওয়া হয় সীমান্তের ওপার থেকে৷

২০০৬ সাল থেকে যাতায়াত করত এই বাস৷ থর এক্সপ্রেসও বন্ধ করার পরিকল্পনা করছে পাকিস্তান৷ ভারত ও পাকিস্তানের মধ্যে যাতায়াত করে থর এক্সপ্রেস৷ শনিবার জিরো পয়েন্টেই দাঁড়িয়ে গিয়েছে দু দিকের থর এক্সপ্রেস৷

First published: 07:20:33 PM Aug 10, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर