#ইসলামাবাদ: ভুয়ো লাইসেন্স রাখার অভিযোগে পাকিস্তানে ১৫০ জনেরও বেশি পাইলটকে বসিয়ে দেওয়া হলো৷ বুধবার পাকিস্তানের সংসদে এ কথা জানিয়েছেন সেদেশের অসামরিক পরিবহণ মন্ত্রী ঘুলাম সরওয়ার খান৷ তিনি জানিয়েছেন, দেশের অধিকাংশ বাণিজ্যিক বিমান চালকদের একটা বড় অংশই হয় ভুয়ো লাইসেন্স রাখছিলেন নয়তো অসাধু উপায়ে পরীক্ষায় পাশ করেছেন৷
গত মাসেই করাচিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে ৯৭ জনের মৃত্যু হয়েছিল৷ সেই দুর্ঘটনার তদন্ত করতে গিয়েই এমন চাঞ্চল্যকর তথ্য এসেছে সরকারের হাতে৷
পাকিস্তানের বিমান পরিবহণ মন্ত্রী জানান, করাচির ওই দুর্ঘটনার পাশাপাশি অন্য একটি দুর্ঘটনা নিয়ে বৃহত্তর তদন্ত শুরু করেছিল পাকিস্তানের সরকার৷
২০১৮ সালের একটি দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির চালকের লাইসেন্স পুনর্নবীকরণের তারিখ হিসেবে উল্লিখিত দিনটিতে সরকারি ছুটি ছিল৷ ফলে সেদিন তাঁর লাইসেন্স পুনর্নবীকরণের পরীক্ষা হওয়া সম্ভবই নয়৷ এর থেকেই প্রমাণিত হয়, তাঁর লাইসেন্সটিই ভুয়ো!
মন্ত্রী জানান, তদন্তে দেখা গিয়েছে দেশে কর্মরত ৮৬০ জন বিমানচালকের মধ্যে ২৬০ জনেরই লাইসেন্স হয় ভুয়ো নয়তো তাঁরা অসাধু উপায়ে পরীক্ষায় পাশ করেছেন৷
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক মুখপাত্র সংবাদসংস্থা এএফপি-র কাছে স্বীকার করেছেন, তাদের ৪৩৪ জন বিমানচালকের মধ্যে ১৫০ জনের লাইসেন্সই হয় ভুয়ো নয় সন্দেহজনক৷ এই ১৫০ জন বিমানচালককেই অবিলম্বে বসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সরকারি বিমানসংস্থার ওই মুখপাত্র৷ যার ফলে বেশ কয়েকটি বিমানও বাতিল করতে হতে পারে৷ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভুয়ো লাইসেন্স নিয়ে বিমান চালকদের বিমান ওড়ানোর ঘটনা যাত্রী সুরক্ষায় বড়সড় প্রশ্ন তোলে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।