#কাবুল: আফগানিস্তানে (Afghanistan Taliban Rule) প্রশাসন গড়তে তালিবানদের সাহায্য করবে ইসলামাবাদ (Pakistan will assist Taliban to form administration in Afghanistan) ৷ জানিয়ে দিলেন পাকিস্তানের আর্মি চিফ জেনারেল কমর জাভেদ বাজওয়া (Pakistan Army Chief General Qamar Javed Bajwa )৷ ব্রিটিশ বিদেশ সচিবের (British Foreign Secretary Dominic Raab) সঙ্গে এক আলাপচারিতায় পড়শী দেশ সম্পর্কে এই মন্তব্য করেন তিনি৷ এই আলোচনায় গুরুত্ব পায় আফগানিস্তানের সাম্প্রতিক সংকট থেকে শুরু করে নিরাপত্তার বিষয়৷
জেনারেল বাজওয়া জানান যে আফগানিস্তানের শান্তির এবং স্থিতবস্থার জন্য লড়বে পাকিস্তান (Pakistan on Afghanistan), একই সঙ্গে আফগান সরকার গঠনে সবরকম ভাবে সাহায্য করবে তারা৷ ইতিমধ্যেই শনিবার পাক গোয়েন্দা প্রধান লেফ্টনন্ট জেনারেল ফায়েজ হামিদ (Pakistan intelligence chief Lieutenant General Faiz Hameed) পৌঁছে যান কাবুলে৷
এখনও পর্যন্ত নতুন সরকার গঠনের সময়সীমা কিছুটা পিছিয়ে দিয়েছে তালিবানরা (Taliban to form government in Afghanistan)৷ বিশেষ করে আন্তর্জাতিক স্তরে এখন বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়নি তারা৷ ফলে সরকার গঠন নিয়ে কোনও ভুল করেত চাইছে না নতুন প্রজন্মরে তালিবরা৷ কোনও রকম ভীতি প্রদর্শন করে নয়, একেবারে নিয়ম মেনে যে দেশ চালতে তৈরি তালিবান ২.০ (Taliban 2.0), সেটা বোঝাতে কিছুটা সময় নিচ্ছে তারা৷ এই নিয়ে আরও একবার সরকার গঠনের সময় পিছিয়ে দিল মুল্লা আবদুল ঘানি বরাদরের নেতৃত্বে তালিবানরা৷
এরই মধ্যে আফগানিস্তান পরিস্থিতি ও তালিবান রাজ নিয়ে আলোচনায় বসে পাকিস্তান ও ব্রিটেন (Britain Pakistan talk)৷ দুই দেশেই সামরিক সাহায্য, প্রশিক্ষণ ও কাউন্টার টেররিজম নিয়ে কথা বলে৷ এর পাশাপাশি ব্রিটিশ বিদেশ সচিব জানিয়ে দেন যে ব্রিটিশ-পাক কূটনৈতিক সম্পর্ক খুবই মজবুত (Pakistan-Britain relation)৷ দুই দেশ একযোগে নজর রাখতে আফগানিস্তানের উপর এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের পদক্ষেপ বিবেচনা করবে৷ এমকী তালিবানদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেও, তালিব নেতৃত্বে সরকার গঠন নিয়ে এখনই কোনও কথা বলতে চাননি ব্রিটিশ বিদেশ সচিব ডমিনিক রাব৷ আফগান-পাক সীমান্তে করখামে ঘুরে আসেন ব্রিটিশ বিদেশ সচিব৷ সেখানকার পরিস্থিতি নিজে চোখে দেখতে চেয়েছিলেন রাব৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Pakistan