হোম /খবর /বিদেশ /
‘যৌন সম্পর্কে ভাই-বোন লিপ্ত হতে পারে কী?’ পাকিস্তানের কলেজের এই প্রশ্নে বিতর্ক!

Pakistan Viral News: ‘যৌন সম্পর্কে ভাই-বোন লিপ্ত হতে পারে কী...?’ পাকিস্তানের কলেজের এই প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া!

‘যৌন সম্পর্কে ভাই-বোন লিপ্ত হতে পারে কী...?’ পাকিস্তানের কলেজের এই প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া!

‘যৌন সম্পর্কে ভাই-বোন লিপ্ত হতে পারে কী...?’ পাকিস্তানের কলেজের এই প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া!

Pakistan Controversial "Brother And Sister" Question: সম্প্রতি পাকিস্তানের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক এখন তু্ঙ্গে ৷ একে তো বিতর্কিত প্রশ্ন ৷ তার উপর এই বিষয় নিয়ে কেন শিক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছে, সেই প্রশ্নই উঠেছে ৷

আরও পড়ুন...
  • Share this:

ইসলামাবাদ: পাকিস্তানের এক ইঞ্জিনিয়ারিং কলেজের একটি প্রশ্ন নিয়ে এখন ব্যাপক জলঘোলা চলছে ৷ প্রশ্নটা ছিল, ‘ভাই-বোন যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে কি না ?’ এর পাশাপাশি এখানে একটি গল্পও বলা হয়েছে ৷ কারণ সবাইকে এই বিষয়ে নিজের মতামত জানাতে বলা হয় ৷ এই অদ্ভূত প্রশ্নেই এখন নড়েচড়ে বসেছে প্রত্যেকেই ৷

সম্প্রতি পাকিস্তানের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক এখন তু্ঙ্গে ৷ একে তো বিতর্কিত প্রশ্ন ৷ তার উপর এই বিষয় নিয়ে কেন শিক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছে, সেই প্রশ্নই উঠেছে ৷ বিষয়টি নিয়ে ৩০০ শব্দ লেখার কথা বলা হয়েছে ৷ আর তার জেরেই সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক উত্তেজনা ৷ একটি শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে এই কাণ্ড ঘটায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র ৷

প্রশ্নপত্রে লেখা হয়, ‘জুলি এবং মার্ক ভাই-বোন। তারা একসঙ্গে বেড়াতে যায় ফ্রান্সে। কলেজের গরমের ছুটিতে তারা ঠিক করে ফ্রান্সেই সময় কাটাবে। এই সময়ে একটি রাতে তারা একটি কেবিনে কাটাবে বলে ঠিক করে। সেখানে আর কেউ ছিল না। সমু্দ্রের সামনে সেই কেবিনে তারা একটু মজা করবেন। পাশাপাশি তারা ঠিক করে যৌনসম্পর্কে লিপ্ত হবে। এটা ওদের দু’জনের কাছেই একেবারে নতুন অভিজ্ঞতা ছিল। জুলি এই সময় কন্ট্রাসেপ্টিভ পিলও খায় ৷ এবং তারা দু’জনে সেই ঘটনা উপভোগও নাকি করেন ৷’ এই নিয়েই এরপর প্রশ্ন করা হয় ৷

আরও পড়ুন- মশাদের সহ্য হয় না এই ৫টি গন্ধ ! কামড় থেকে রেহাই পেতে অবশ্যই জেনে নিন

এত কিছু থাকতে হঠাৎ এই বিষয় নিয়ে কেন প্রশ্ন ? এই নিয়েই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Pakistan, Viral News