#ইসলামাবাদ: ল্যান্ডিংয়ের সময়েই বিপত্তি ৷ রানওয়েতে একটি বুনো শুয়োরের সঙ্গে ধাক্কা লেগে অল্পের জন্য দুর্ঘটনা এড়াল এতিহাদের একটি বিমান ৷
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে ৷ এতিহাদের একটি এয়ারবাস A320-200 বিমানের সঙ্গে ধাক্কা লাগে রানওয়েতে হঠাৎই ঢুকে পড়া একটি বুনো শুয়োরের ৷ ইসলামাবাদ বিমানবন্দরের রানওয়ে 28L-এ ঘটনাটি ঘটে ৷
অবতরণের পরেই হঠাৎ করে ঘটনাটি ঘটে যাওয়ার পর বিমানের পাইলট বুঝতে পারেন কোনও একটি জানোয়ারের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানের ৷ যদিও তাতে কোনও সমস্যা হয়নি ৷ বিমানটি রানওয়েতে থেকে বেরিয়ে ঠিকঠাকই ট্যাক্সিং করতে পারে ৷ এরপর রানওয়েতেই পড়ে থাকতে দেখা যায় বুনো শুয়োরটিকে ৷
উপমহাদেশের বিভিন্ন দেশের বিমানবন্দরের রানওয়েতে এভাবে অনেকসময়েই গরু, শিয়াল, কুকুর কিংবা শুয়োর ঢুকে পড়ার ঘটনা ঘটে ৷ সেই মুহূর্তে কোনও ফ্লাইটকে অবতরণ না করিয়ে ফের উড়ে যাওয়ার নির্দেশ সাধারণত দিয়ে থাকেন এটিসি-র অফিসাররা ৷ এ ক্ষেত্রে কেন আগে কারোর চোখে পড়ল না বুনো শুয়োরটি ? তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ কারণ এমনটা হলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Etihad Airbus A320