হোম /খবর /বিদেশ /
পাকিস্তানের ইতিহাসে প্রথম! সেনার লেফটেন্যান্ট জেনারেল পদে এক মহিলা

পাকিস্তানের ইতিহাসে প্রথম! সেনার লেফটেন্যান্ট জেনারেল পদে এক মহিলা

ছবি সোশ্যাল মিডিয়া থেকে গৃহীত।

ছবি সোশ্যাল মিডিয়া থেকে গৃহীত।

২০১৭ সালে নিগার প্রথম মেজর জেনারেল পদে অভিষিক্ত হন। তখনও সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি।

  • Last Updated :
  • Share this:

ইসলামাবাদ:পাকিস্তানের ইতিহাসে এই ঘটনা অতীতে ঘটেনি। এবার পাক সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল পদে নিযুক্ত হলেন এক মহিলা। মঙ্গলবারই ইন্টার সার্ভিস পাবলিক রিলেশানের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, মেজর জেনারেল নিগার জোহার লেফট্যানেন্ট পদে অভিষিক্ত হতে চলেছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চল পাঞ্জপীরর বাসিন্দা নিগার জোহার। তিনি বর্তমানে রাওলপিন্ডি সেনা হাসপাতালে কম্যান্ড্যান্ট হিসেবে কর্মরত। পাক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, নিগারই পাক সেনাবাহিনীতে নিযুক্ত প্রথম মহিলা সার্জেন।

২০১৭ সালে নিগার প্রথম মেজর জেনারেল পদে অভিষিক্ত হন। তখনও সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। কারণ পাকিস্তানে তৃতীয় মহিলা হিসেবে তিনি এই পদে আসীন হন।

Published by:Arka Deb
First published:

Tags: Pakistan, Pakistan Army