Coronavirus| করোনা! বেগতিক বুঝে ভারতের পাশে দাঁড়াল পাকিস্তানও

Coronavirus| করোনা! বেগতিক বুঝে ভারতের পাশে দাঁড়াল পাকিস্তানও
ভারত ও পাকিস্তান

শনিবার পাকিস্তানের বিদেশমন্ত্রক ট্যুইটারে জানিয়েছে, 'করোনা ভাইরাস ঠেকাতে বিশ্ব ও আঞ্চলিক স্তরে একযোগে মোকাবিলার প্রয়োজন৷ আমরা স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলছি৷ SAARC দেশগুলির ভিডিও কনফারেন্সে আমরা থাকব৷'

  • Share this:

#ইসলামাবাদ: অবশেষে সাড়া দিল পাকিস্তান৷ করোনা ভাইরাস ঠেকাতে SAARC-এর সদস্য সব দেশকে একসঙ্গে মোকাবিলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ SAARC সদস্যভূক্ত দেশগুলি হল, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, মলদ্বীপ, বাংলাদেশ ও শ্রীলঙ্কা৷ মোদির আহ্বানে সাড়া দিয়েছে নেপাল, বাংলাদেশ, মলদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান৷ চুপ ছিল পাকিস্তান৷ বিশ্বে করোনায় বেগতিক বুঝে ইসলামাবাদও এগিয়ে এল৷

শনিবার পাকিস্তানের বিদেশমন্ত্রক ট্যুইটারে জানিয়েছে, 'করোনা ভাইরাস ঠেকাতে বিশ্ব ও আঞ্চলিক স্তরে একযোগে মোকাবিলার প্রয়োজন৷ আমরা স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলছি৷ SAARC দেশগুলির ভিডিও কনফারেন্সে আমরা থাকব৷'

নোভেল করোনা ভাইরাস ঠেকাতে একযোগে কাজ করার জন্য SAARC-এর ছটি দেশকেই আহ্বান জানিয়েছিলেন মোদি৷ মোদি ট্যুইটারে লিখেছিলেন, 'করোনা ভাইরাস ঠেকাতে সার্ক গোষ্ঠীভূক্ত দেশগুলিকে ভিডিও কনফারেন্সে আলোচনা করে শক্তিশালী পদক্ষেপের আহ্বান জানাচ্ছি৷ আমাদের দেশের নাগরিকদের সুস্থ রাখতে আমরা ভিডিও কনফারেন্সে পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারি৷ বসুন্ধরাকে সুস্থ রাখতে বিশ্বের কাছে আমরা একটি ভালো উদাহরণ হব৷'

ট্যুইটে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লেখেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গঠনমূলক আলোচনার প্রত্যাশা করছেন।'

First published: March 14, 2020, 12:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर