#করাচি:পাকিস্তানের সবচেয়ে জনবহুল এবং বড় শহর করাচিতে সোমবার সকাল সকালই চার বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল ৷ করাচি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে এদিন আচমকাই ঢুকে পড়ে হামলা চালায় ওই চার জন বন্দুকবাজ বলে জানা গিয়েছে ৷
সোমবার সকালে সন্ত্রাসবাদীদের হানায় আতঙ্ক ছড়িয়েছে গোটা শহরেই ৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে দু’জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাকিস্তানের সংবাদসংস্থা জিও নিউজের খবর অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের মেন গেটের সামনে এদিন গ্রেনেড ছোড়ে জঙ্গিরা ৷ তারপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা ৷
Grenade attack near Pakistan Stock Exchange, 2 killed: Media reports
— Press Trust of India (@PTI_News) June 29, 2020
পাকিস্তানের পুলিশ সূত্রে খবর, বিল্ডিংয়ে ঢোকা চার জঙ্গির মধ্যে তিন জনকেই খতম করতে সফল নিরাপত্তাবাহিনী ৷ বাকি এক জঙ্গি এখনও বিল্ডিংয়ের ভিতরেই রয়েছে বলে জানা গিয়েছে ৷ গোটা বিল্ডিংটি ঘিরে ফেলা হয়েছে ৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karachi Stock Exchange, Pakistan