#নয়াদিল্লি: দুই দেশের সীমান্তে অনবরত চলা টেনশন ৷ দুই দেশের মধ্যে উত্তাপও কম নয় ৷ সেই উত্তাপকে সঙ্গে নিয়েই কখনও সিনেমা, কখনও খেলা ৷ সবেতেই প্রতিযোগীতা, যুদ্ধের পরিস্থিতি ৷ ভারত-পাক সম্পর্ক ঠিক যেন এরকমই ৷ আর এরই মাঝে প্রাণ আটকে রয়েছে পাকিস্তানি তরুণী ফইজা তণবীরের ৷
ফইজার মুখের ভিতর একটি টিউমার হয়েছে ৷ এই টিউমারটি দ্রুত বেড়েই চলেছে ৷ ডাক্তারের সোজা জবাব, দ্রুত ভালো চিকিৎসা চাই ৷ না হলে অল্প বয়সেই হারাতে হবে প্রাণ ৷ কিন্তু ইসলামাবাদে এই চিকিৎসা প্রায় নেই বললেই চলে ৷ তাই বাধ্য হয়ে প্রতিবেশী দেশ ভারতকে অনুরোধ ৷
শুধু তাই নয়, চিকিৎসার জন্য ইতিমধ্যেই ভারতের গাজিয়াবাদের এক ডেন্টাল নার্সিং হোমকে বাইশ লক্ষ টাকা অগ্রিম দিয়েছেন অপারেশনের জন্য ৷ কিন্তু ভারতে আসবে কীভাবে এই তরুণী ? ভারতীয় হাই-কমিশন সেই ভারতে আসার আবেদন খারিজ করে দিয়েছে ৷ তাই বাধ্য হয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করলেন পাকিস্তানি তরুণী ফইজা ৷ ‘ম্যাম, দয়া করে আমার প্রাণ বাঁচান।’ !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cancer, India, Pakistan, Sushma Swaraj