#লন্ডন : ব্রিটেনের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ১০ হাজার পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক লন্ডনের রাস্তায় দাদাগিরি দেখাল ৷ তারা লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় ৷ এই বিক্ষোভ অবস্থান মোটেই শান্তিপূর্ণ ছিল না ৷ ভারতীয় হাইকমিশনের অফিসের রীতিমতো ভাঙচুর চালায় পাকিস্তানি গুন্ডারা ৷ এর আগেও একবার ভারতীয় হাই কমিশনের দফতরে আক্রমণ চালিয়েছিল পাকিস্তানি গুন্ডারা ৷ ১৫ অগাস্ট এভাবে বিক্ষোভ দেখিয়েছিল তারা ৷
এবারে ডিম হাতে আক্রমণ চালায় তারা ৷ ভেঙে দেওয়া হয় কমিশনের অফিসের কাঁচের জানলা ৷ তাদের দাবি স্বাধীন কাশ্মীরের ৷ হাতে ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পতাকা ৷
ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকেও এই আক্রমণের কথা স্বীকার করে ট্যুইট করা হয়েছে ৷ তাতে লেখা হয়েছে ভারতীয় হাই কমিশনে আরও একটি মারাত্মক বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত হয়েছে অফিস ৷
Another violent protest outside the Indian High Commission in London today, 3 September 2019. Damage caused to the premises. @foreignoffice @UKinIndia @MEAIndia @DominicRaab @DrSJaishankar @PMOIndia @tariqahmadbt pic.twitter.com/2sv0Qt1xy8
— India in the UK (@HCI_London) September 3, 2019
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান ৷ এটাও বলেছেন এই ঘটনা কোনও মতেই গ্রহণযোগ্য নয় ৷ এর আগে জি সেভেন সামিটের সময় ভারতের পক্ষ থেকেও এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেখে নিন ‘ঠগস অফ পাকিস্তান’ ঠিক কী চালাচ্ছিল পাকিস্তানের রাস্তায় ৷
#BREAKING – Pakistani goons run riot again in London. Pak hooligans target Indian High Commission in London. #PakUnderPresurre | @SiddiquiMaha with more details pic.twitter.com/VqPFpWKjTc — News18 (@CNNnews18) September 4, 2019আরও দেখুন