corona virus btn
corona virus btn
Loading

মোদির সঙ্গে ফোনে কথা বলতে চান ইমরান, উনি প্রস্তুত তো? প্রশ্ন তুললেন পাক বিদেশমন্ত্রী

মোদির সঙ্গে ফোনে কথা বলতে চান ইমরান, উনি প্রস্তুত তো? প্রশ্ন তুললেন পাক বিদেশমন্ত্রী

ভারতের তরফে নিঃশর্তে পাইলটকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয় ৷ অন্যদিকে, ভারতীয় পাইলটকে ফেরাতে আগ্রাহী পাকিস্তানের বক্তব্য, সীমান্তে শান্তি ফিরে এলে তবেই ফেরানো হবে পাইলটকে ৷

  • Share this:

#নয়াদিল্লি: যুদ্ধ নয়, আলোচনা হোক দু’দেশের ৷ গতকালই সেই প্রস্তাব দিয়েছিলেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইসলামাবাদ যে কখনওই সন্ত্রাসবাদকে সমর্থন করে না, তাও পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ইমরান ৷
এবার সেই একই মর্মে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রস্তাব আনলেন পাক-বিদেশমন্ত্রী শাহ মহমুদ কুরেশি ৷ গতকাল বায়ু সেনার একটি চাপার বাদগামে ভেঙে পড়েছিল ৷ পাক সেনা বরাবরই দাবি করে এসেছে, ওই ভারতীয় চপারটি গুলি করে নামানো হয়েছে ৷ এরপরেই ভারতীয় বায়ুসেনার এক পাইলটকে বন্দি করার ভিডিও প্রকাশ করা হয় পাকিস্তানের তরফে ৷ এরপরেই দু’দেশের মধ্যে ওই পাইলটকে দেশে ফেরানো নিয়ে টানটান উত্তেজনা শুরু হয় ৷ ভারতের তরফে নিঃশর্তে পাইলটকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয় ৷ অন্যদিকে, ভারতীয় পাইলটকে ফেরাতে আগ্রাহী পাকিস্তানের বক্তব্য, সীমান্তে শান্তি ফিরে এলে তবেই ফেরানো হবে পাইলটকে ৷
এদিন ফের কুরেশি বলেন, ‘‘ভারতের তথ্যপ্রমাণ আমরা হাতে পেয়েছি ৷ সেটা খোলা মনেই আমরা পর্যালোচনা করব, কথা দিচ্ছি ৷ তবে ভারত এই প্রমাণ আক্রমণের আগে পাঠালে ভাল করত ৷ যদি আগে এই প্রমাণ পাঠিয়ে ভারত আমাদের থেকে এর উত্তর জানতে চাইত, তাহলে আক্রমণ করার কোনও দরকারই পড়ত না ৷’’

কুরেশি আরও বলেন, ‘‘আমরা এখনও ভারতীয় পাইলটকে ফিরিয়ে দিতে আগ্রহী ৷ যে কোনও শুভ চুক্তির সঙ্গে যুক্ত হতে আমরা প্রস্তুত ৷’’ এরপরেই বিদেশমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী শান্তি প্রস্তাব নিয়ে টেলিফোনে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী ৷ উনি প্রস্তুত তো ?’’ পাশাপাশি কুরেসি এও বলেন, ‘‘যদি ভারত জঙ্গিদমন নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চায়, তাতেও আমরা প্রস্তুত ৷ এখন শান্তি বজায় রাখাই আমাদের কাছে প্রধান ও মুখ্য কর্তব্য ৷’’

দেখুন আরও ভিডিও:

First published: February 28, 2019, 3:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर