Home /News /international /

ভয়ঙ্কর পাইথনের কবল থেকে ছোট্ট কুকুরকে উদ্ধার, আবেগতাড়িত নেটদুনিয়া

ভয়ঙ্কর পাইথনের কবল থেকে ছোট্ট কুকুরকে উদ্ধার, আবেগতাড়িত নেটদুনিয়া

ওয়ালিকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা বিশ্ব।

ওয়ালিকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা বিশ্ব।

ওয়ালির মালিকরা কী ভাবে তাদের চারপেয় সন্তানের আর্তনাদ শুনে ছুটে আসে ও তাকে উদ্ধার করে সেই বিবরণ আছে ভিডিও টিতে।

 • Share this:

  কথায় আছে সাপ মরবে, লাঠি ও ভাঙবে না৷ পশ্চিম ক্যালাউন্ড্রার একটি ঘটনা হদিশ দিলো এমনই ঘটনার ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে ১০ সপ্তাহ বয়সি কুকুরছানা ওয়ালির উদ্ধার কাহিনি। প্রিয় পোষ্যকে পাইথনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল ওয়ালির মালিক। তবে সেখানেই তিনি থেমে থাকেন নি,পরে সাপটিকে ও জঙ্গলে ছেড়ে দেন তারা৷

  সানশাইন কোস্ট স্নেক ক্যাচার্স ফেসবুক পেজে এই ঘটনা শেয়ার করেছে। তারা বলছেন ঘটনার অভিঘাত হরর ফিলমের থেকে কম নয়৷ গভীর রাতে ক্যালাউন্ড্রায় একটি বাড়িতে কুকুর ছানাটিকে একটি বিশাল কার্পেট পাইথন ধরে৷ এরপর ওয়ালির মালিকরা কী ভাবে তাদের চারপেয় সন্তানের আর্তনাদ শুনে ছুটে আসে ও তাকে উদ্ধার করে সেই বিবরণ আছে ভিডিও টিতে। স্বস্তির বিষয় কুকুরটি-সহ তার মালিক ভালো আছে৷

  মালিক কেলি মরিস পুরো ঘটনায় বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েন। ৷তবে ওয়ালিকে শেষমেশ তাঁরা বাঁচাতে সক্ষম হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলিমেইল জানিয়েছে,মালিক ও তার সঙ্গী রায়ান সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার আগে বালিশের কভারে ভরে রাখে৷

  ২৫ নভেম্বর শেয়ার করা, পোস্টটি নেটিজেনদের মধ্যে নানারকম প্রতিক্রিয়ার জন্ম দেয়। ৷ওয়ালির সুস্থতা কামনা করেছেন প্রায় সকলেই৷ ঘটনায় মালিকের প্রতি শ্রদ্ধা কিংবা প্রশংসা ছড়িয়েছে ফেসবুক জুড়ে সব মিলিয়ে ছোট্ট ওয়ালি এখন বেজায় খুশি৷

  এর আগেও মেস্কিকোয় বন্যার কবলে পড়া এক কুকুরকে উদ্ধারের ঘটনা নজর কেড়েছিল বিশ্ববাসীর৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এইসব ভি়ডিও যেন সহ়়জেই প্রমাণ করে দেয় পৃথিবীতে এখনও বেঁচে আছে মানবতা ৷

  Simli Dasgupta

  Published by:Arka Deb
  First published:

  Tags: Puppy Snake, Python

  পরবর্তী খবর