কথায় আছে সাপ মরবে, লাঠি ও ভাঙবে না৷ পশ্চিম ক্যালাউন্ড্রার একটি ঘটনা হদিশ দিলো এমনই ঘটনার ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে ১০ সপ্তাহ বয়সি কুকুরছানা ওয়ালির উদ্ধার কাহিনি। প্রিয় পোষ্যকে পাইথনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল ওয়ালির মালিক। তবে সেখানেই তিনি থেমে থাকেন নি,পরে সাপটিকে ও জঙ্গলে ছেড়ে দেন তারা৷
সানশাইন কোস্ট স্নেক ক্যাচার্স ফেসবুক পেজে এই ঘটনা শেয়ার করেছে। তারা বলছেন ঘটনার অভিঘাত হরর ফিলমের থেকে কম নয়৷ গভীর রাতে ক্যালাউন্ড্রায় একটি বাড়িতে কুকুর ছানাটিকে একটি বিশাল কার্পেট পাইথন ধরে৷ এরপর ওয়ালির মালিকরা কী ভাবে তাদের চারপেয় সন্তানের আর্তনাদ শুনে ছুটে আসে ও তাকে উদ্ধার করে সেই বিবরণ আছে ভিডিও টিতে। স্বস্তির বিষয় কুকুরটি-সহ তার মালিক ভালো আছে৷
মালিক কেলি মরিস পুরো ঘটনায় বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েন। ৷তবে ওয়ালিকে শেষমেশ তাঁরা বাঁচাতে সক্ষম হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলিমেইল জানিয়েছে,মালিক ও তার সঙ্গী রায়ান সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার আগে বালিশের কভারে ভরে রাখে৷
২৫ নভেম্বর শেয়ার করা, পোস্টটি নেটিজেনদের মধ্যে নানারকম প্রতিক্রিয়ার জন্ম দেয়। ৷ওয়ালির সুস্থতা কামনা করেছেন প্রায় সকলেই৷
ঘটনায় মালিকের প্রতি শ্রদ্ধা কিংবা প্রশংসা ছড়িয়েছে ফেসবুক জুড়ে সব মিলিয়ে ছোট্ট ওয়ালি এখন বেজায় খুশি৷এর আগেও মেস্কিকোয় বন্যার কবলে পড়া এক কুকুরকে উদ্ধারের ঘটনা নজর কেড়েছিল বিশ্ববাসীর৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এইসব ভি়ডিও যেন সহ়়জেই প্রমাণ করে দেয় পৃথিবীতে এখনও বেঁচে আছে মানবতা ৷
Simli Dasgupta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Puppy Snake, Python