#ইউরোপ: চলছিল কার র্যালি। পাহাড়ি রাস্তায় বরফ কেটে ছুটে চলছিল গাড়িটি। হুন্ডাই গাড়ি। হঠাৎই প্রচন্ড গতিতে গাড়িটি ধাক্কা মারে পাহাড়ি রাস্তায়। পাথরে ধাক্কা খায়। তারপরই সোজা বাতাসে ঘুরপাক খেতে থাকে গাড়িটি। তারপর পাহাড়ের গা বেয়ে নীচে পড়ে যায়। এখান থেকে কারও বাঁচার কথা নয়। তবে গাড়ির ড্রাইভার অক্ষত রয়েছেন। নাম ওট টানাক।
গাড়িটি চলার সময় থেকে ভিডিও করা হচ্ছিল। গোটা ঘটনাটা ভিডিওতে ধরা পড়ে। সেই ভিডিও নিজের ট্যুইটারে শেয়ার করলেন চালক। তবে গাড়ি থেকে অবশেষে বেড়িয়ে আসেন চালক ও সহ চালক। ওট লিখেছেন, "খারাপ ঘটনা হলেও, আমরা দ্রুত সেরে উঠবো।" তবে এই ভিডিও দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে নেটিজেনদের। ঘটনাটি ঘটেছে ইউরোপের মন্টে কার্লোতে।Here’s what happened this morning. 🤕 But we are recovering well and will be fit soon. 💪#WRC #RallyeMonteCarlo pic.twitter.com/tgDIX8IMzJ
— Ott Tänak (@OttTanak) January 24, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Car, Monte carlo, Viral Video