#ইস্তানবুল: অবতরণের সময় মর্মান্তিক বিমান দুর্ঘটনা ইস্তানবুলে। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় যাত্রীবাহি বিমান, ভেঙে যায় ৩ টুকরো হয়ে। ঘটনায় ১ জন মৃত, ১৫৭ জন আহত।
পেগাসাস এয়ারলাইনস Pegasus Airlines jet-এর ৭৩৭ নম্বর বিমানটিতে ছিলেন ১৭১ জন যাত্রী, ৬জন ক্রিউ সদস্য। বিমানবন্দর সূত্রে জানা যায়, পশ্চিমের ইজমির অঞ্চল থেকে ইস্তানবুলের সবিহা গোরকেন Sabiha Gokcen বিমানবন্দরে আসছিল বিমনটি, অবতরণের সময় টেলউইন্ড ও বৃষ্টির দাপটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়।
এরআগে গতবছরের ৭ জানুয়ারি, একই বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় ছিটকে যায় পেগেসাস এয়ারলাইনসের একটি বিমান। বিমনাটি আসছিল সারজা থেকে। ২০১৮ সালে ট্রাজবোন বিমানবন্দরেও রানওয়েতে অবতরণের সময় র্দুর্ঘটনার সম্মুখীন হয় পেগেসাস এয়ারলাইনসের বিমান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Istanbul plane accident