corona virus btn
corona virus btn
Loading

বছর ঘুরল, আজও ভূতের বাড়ি হয়ে দাঁড়িয়ে আগুনে পোড়া নটেরডেম

বছর ঘুরল, আজও ভূতের বাড়ি হয়ে দাঁড়িয়ে আগুনে পোড়া নটেরডেম
এভাবেই পুড়ে ছাই হয়েএভাবেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল নটেরডেম। ছবি রয়টার্স গিয়েছিল নটেরডেম

অনেক ধার্মিক মানুষের দাবি, শয়তানের অভিশাপ লেগেছে। এই কাজ শেষ হবে না এত তাড়াতাড়ি।

  • Share this:

#প্যারিস: পেরোলো ৩৬৫ দিন। পৃথিবীর অসুখ আজ সেদিনের চেয়ে কয়েকশো গুণ গভীর, গভীরতর। গত বছর ঠিক এই দিনেই প্যারিসের নটরডেম গির্জায় আগুন লেগে যায়।

দিনটা ছিল সোমবার। বিকেলে কেউ ফিরছিল কাজ থেকে। কোনও বাবা মা আবার শিশুকে নিয়ে যাচ্ছিলেন পার্কে।এই সময়েই স্ফুলিঙ্গের মতো খবরটা ছড়ায়। জানা যায়, দাউ দাউ করে জ্বলছে প্যারিসের মধ্যযুগীয় স্থাপত্য নটরডেম। খ্রিস্টিয় ১২ দশকে তৈরি হওয়া এই গির্জার স্থাপত্য মুগ্ধ করে রেখেছিল সারা পৃথিবীকে। প্রতিদিন অন্তত ৩০ হাজার মানুষ আসত নটরডেম দেখতে। আগুন নেভার পর তড়িঘড়ি শুরু হয় মেরামতির কাজ কাজ।

কিন্তু আজও শেষ হয়নি সেই কাজ। অনেক ধার্মিক মানুষের দাবি, শয়তানের অভিশাপ লেগেছে। এই কাজ শেষ হবে না এত তাড়াতাড়ি। বিষাক্ত গ্যাসের কারণে প্রথম কয়েক মাস গির্জায় ঢুকতেই পারেনি শ্রমিকরা। তার সঙ্গে যোগ হয় শীতের ঝোড়ো বাতাস। এসব পেরিয়ে যখন সবে নির্মাণ শুরু হবে হবে, তখনই বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা। সেই প্রকোপ থেকে কবে পৃথিবী মুক্তি পাবে কেউ জানে না।ফলে অনিশ্চিত নটেরডেমের পুনরুজ্জীবনও।

First published: April 15, 2020, 6:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर