#ওয়াশিংটন: ‘‘গাঁজা রাখার জন্য কারওর জেলে যাওয়া উচিত নয়, শাস্তি পাওয়া উচিত নয়৷’’ আমেরিকার মিড-টার্ম নির্বাচনের কার্যত গাঁজা রাখার বিষয়টি আইনসিদ্ধ করে দেওয়া পথে বেশ খানিকটা এগিয়ে গেলেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তিনি আগেই এই বিষয়ে কথা দিয়েছিলেন যে ক্ষমতায় এলে তিনি গাঁজাকে অপরাধের সঙ্গে যুক্ত করার আইন বাতিল করবেন, কথা রাখলেন তিনি৷ পাশাপাশি তিনি ঘোষণা করলেন, গাঁজা রাখার অপরাধে যাঁরা জেল খাটছেন, তাঁদের সবাইকে ক্ষমা করা হল৷
আরও পড়ুন - এই গাছে পাঁচ সেকেন্ডে খুঁজে বার করতে হবে তিনটি খরগোশ, পরীক্ষা করে নিন আপনার দৃষ্টিশক্তিযদিও পুরোপুরি গাঁজার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন তিনি, এমনটা নয়৷ তিনি বলেছেন, ‘‘গাঁজা পাচার, বাণিজ্য ও কম বয়সীদের বিক্রির বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ থাকবে৷’’ তিনি বলেছেন, সরকারি মতে ব্যক্তিগত ভাবে গাঁজা রাখার বিষয়টি আইনবিরুদ্ধ হওয়া উচিত নয়৷ আমেরিকার ১৮ শতাংশ মানুষের সেটি প্রয়োজন৷ অনেক প্রাদেশিক সরকার চিকিৎসার স্বার্থে ও নিছক আনন্দের স্বার্থে এগুলি ব্যবহারের অনুমতি দিয়েছে৷ পাশাপাশি তিনি আমেরিকার স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন যদি গাঁজাকে অপেক্ষাকৃত কম ক্ষতিকর বস্তু হিসাবে তালিকাভুক্ত করা যায়৷
বিভিন্ন প্রদেশে গাঁজা রাখা ও পানের কারণে কম বেশি ৬ হাজার ৫০০ মানুষ এখন শাস্তি পাচ্ছেন আমেরিকায়৷ এই ঘোষণার ফলে তাঁরা মুক্তি পাবেন৷ বাইডেন আসলে এই ঘোষণা করে দিয়ে প্রায় প্রতিটি প্রদেশের উপর চাপ তৈরি করলেন, যাতে তাঁরা নিয়ম মানতে বাধ্য হয়৷ তিনি বললেন, আমি প্রতিটি সরকারকে বলছি, এই নিয়ম যেন তাঁরা মেনে চলেন৷ শুধুমাত্র গাঁজা রাখার অপরাধে যেন কাউকে আর জেলে থাকতে না হয়৷ কোনও স্থানীয় বা রাজ্য স্তরের জেলেও যেন তাঁদের থাকতে না হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Joe Biden