#লন্ডন: এই মুহূর্তে করোনা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে যারা রয়েছে তার মধ্যে অন্যতম Pfizer pharmaceutical ৷ ইতিমধ্যে ভ্যাকসিন আবিষ্কার নিয়ে একাধিক শিরোনাম পেয়ে গেছে তারা৷ কিন্তু তাদেরই প্রাক্তন ভাইস প্রেসিডেন্টে মারাত্মক মন্তব্য করেছেন ৷ তাদের প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রধান বিজ্ঞানী ডক্টর মাইকেল ইয়াডোন বলেছেন কোভিড ১৯ (COVID-19) অতিমারী থেকে বাঁচার জন্য ভ্যাকসিনের প্রয়োজন নেই৷
Lockdown Sceptics জার্নালে প্রকাশিত একটি আর্টিকেল তিনি লিখেছেন, ‘ ভ্যাকসিনের কোনও প্রয়োজন নেই এই অতিমারী থেকে বাঁচার জন্য৷ আমি এই ভ্যাকসিনের মত ননসেন্স কখনও শুনিনি৷ যে রোগ থেকে যে মানুষদের কোনও ক্ষতির সম্ভবনা নেই তাঁদের ভ্যাকসিন দেওয়া হতে পারে এরকম কখনও হয় না৷ কখনও লক্ষ লক্ষ সুস্থ মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্ল্যানও করতে পার না৷ বিশেষত যখন অবধি সেই ভ্যাকসিন বিস্তৃতভাবে টেস্টের মধ্যে দিয়ে না গেছে৷ ’
তাঁর এই পরামর্শ এসেছে Scientific Advisor Group for Emergencies (SAGE) -র সিদ্ধান্তের প্রেক্ষিতে৷ এই সংস্থা ব্রিটেনের একটি সরকারি সংস্থা৷ যারা আপতকালীন পরিস্থিতিতে সরকারকে পরামর্শ দেয়৷
করোনা ভাইরাস সংক্রমণ কালে লকডাউন কীভাবে হবে তা নিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত রেখেছিল এই সংস্থা৷ তিনি SAGE -র বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন৷ তাঁর মতে গত সাত মাস ধরে নাগরিকদের অত্যন্ত মানসিক অত্যাচার করা হচ্ছে৷
তিনি সরাসরি পরিসংখ্যানের সাহায্য নিয়ে বলেছেন, ‘SAGE বলেছিল সকলে সংক্রমিত হবে সেখানে মাত্র ৭ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছে৷ এটা সত্যিই অবিশ্বাস্য৷ তারা শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত ভাইরাসে সমস্ত প্রাচীন ইতিহাস ভুলে গেছে৷ তারা বোধহয় অসংখ্য গুণী ইমিউনোলজিস্টের সব কিছু ভুলো গেছে৷ যেখানে রিসার্চে দেখা যায় ৩০ শতাংশ মানুষের শুরু থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus vaccine