corona virus btn
corona virus btn
Loading

প্রথম সন্তান আসছে, ট্যুইটারে খুশির খবর দিলেন সমকামী দম্পতি

প্রথম সন্তান আসছে, ট্যুইটারে খুশির খবর দিলেন সমকামী দম্পতি
photo: same sex couple

জীবনের এই নতুন অধ্যায়ের জন্য আমরা কতটা খুশি ভাষায় বোঝাতে পারবো না৷

  • Share this:

বিয়ের সময় যেমন সোচ্চার হয়েছিলেন নিজের যৌনপছন্দ নিয়ে, এবার ঠিক সেভাবেই প্রেগন্যান্সির ঘোষণা করলেন নিউ জিল্যান্ড উইমেন'স ক্রিকেট দলের ক্যাপ্টেন অ্যামি শাটারওয়েট৷ ২০১৪ সালে নিজের দলের সদস্য লি তাহুহুর সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেন৷

২০১৭ সালের মার্চ মাসে বিয়ে করেন এই সমকামী জুটি৷ এবার আসতে চলেছে তাদের প্রথম সন্তান৷ অ্যামি ট্যুইটারে লিখেছেন, আমি আর লি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী বছরের শুরুতে আমাদের প্রথম সন্তান আসতে চলেছে৷ জীবনের এই নতুন অধ্যায়ের জন্য আমরা কতটা খুশি ভাষায় বোঝাতে পারবো না৷

পার্টনারের ট্যুইট দেখে উচ্ছ্বসিত হয়ে ট্যুইট করেছেন লিও৷ ২০১৩ সালের নিউ জিল্যান্ডে আইনসিদ্ধ হয় সমকামী বিয়ে৷

First published: August 21, 2019, 10:52 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर