#কাঠমান্ডু: নেপালে রবিবার ২২ জনকে নিয়ে হারিয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করল সেদেশের সেনাবাহিনী৷ নেপালের মুস্তাং জেলার পার্বত্য এলাকায় তারা এয়ারলাইন্সের ছোট বিমানটির খোঁজ মিলেছে৷ এই ঘটনায় বিমানকর্মী সহ বিমানে থাকা ২২ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করছে নেপাল সেনা৷
মুস্তাং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে নেপাল সেনার একটি উদ্ধারকারী দল৷ ওই বিমানটিতে চারজন ভারতীয়ও ছিলেন৷ এছাড়াও দু' জন জার্মান এবং ১৩ জন নেপালের নাগরিক বিমানে ছিলেন৷ তিন জন বিমানকর্মীও নেপালের নাগরিক ছিলেন৷
আরও পড়ুন: গাছের মধ্যে ঢুকে গেল আস্ত বাস, মুহূর্তে রক্তে লাল চারদিক, বাংলাদেশে মৃত্যুমিছিল
অন্ধকার এবং খারাপ আবহাওয়ার কারণে রবিবার সন্ধ্যার পর তল্লাশি অভিযান বন্ধ রাখতে হয়৷ সোমবার সকাল থেকে ফের নিখোঁজ বিমানটির খোঁজ শুরু হয়৷
পোখরা থেকে জমসমের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বিমানটি৷ মাত্র কুড়ি মিনিটের যাত্রাপথের জন্য আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই এটিসি-র সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ মূলত পর্যটনস্থল হিসেবেই বিখ্যাত জমসম৷ পোখরা থেকে জমসমের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার৷ কিন্তু সেই যাত্রাপথও শেষ করতে পারল না অভিশপ্ত বিমানটি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nepal