হোম /খবর /বিদেশ /
স্কুল খুলে বিপদের মুখে আমেরিকা! স্কুল খুললে এমনই বিপদে পড়তে হবে সব দেশকে‌

স্কুল খুলে বিপদের মুখে আমেরিকা! স্কুল খুললে এমনই বিপদে পড়তে হবে সব দেশকে‌

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এসবের মধ্যে অগাস্ট মাসেই আমেরিকায় স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি স্কুল এখনই খুলে গিয়েছে।

  • Last Updated :
  • Share this:

‌কবে স্কুল খুলবে, তাই নিয়ে এখন জল্পনা চলছে দেশে। কিন্তু অনেক বিশেষজ্ঞই বলেছেন, স্কুল খুললে হতে পারে চরম বিপদ। কারণ, স্কুল বা কলেজের মতো প্রতিষ্ঠান খুললেই আরও ছড়িযে পড়তে পারে করোনা। সেই আশঙ্কাই সত্যি হয়েছে আমেরিকায়। জুলাই মাসের ১৬ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই করোনা সংক্রমিত হয়েছে ৯৭ হাজার পড়ুয়ার মধ্যে। আর এসবই হয়েছে প্রশাসনের খামখেয়ালি সিদ্ধান্তে স্কুল খুলে দেওয়ার জন্য।

The American Academy of Pediatrics and Children’s Hospital Association–এর রিপোর্ট অনুসারে, এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার পরিমাণ বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে পড়ুয়াদের মধ্যে। পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, ৫০ লক্ষ করোনা আক্রান্তের মধ্যে দেশে ৩ লক্ষ ৩৮ হাজার করোনা আক্রান্ত শিশু। রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক সময়েই শিশুরা করোনা আক্রান্ত হলেও তাঁদের শরীরে করোনার বিশেষ কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তাই কখনও কখনও সংক্রমণের বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছে,মার্কিন প্রশাসনের উচিত সরকারি ভাবে শিশুদের মধ্যে কতটা সংক্রমণ হচ্ছে, সেটি খেয়াল রাখা।

এসবের মধ্যে অগাস্ট মাসেই আমেরিকায় স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি স্কুল এখনই খুলে গিয়েছে। আর সেই কারণেই আরও বেশি মাত্রায় মানুষ সংক্রমিত হচ্ছেন বলে খবর পাওয়া গিয়েছে। সেই কারণেই তাঁরা রিপোর্টে বলেছেন, করোনা সংক্রমণের মধ্যেই যদি স্কুল খুলে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হবে। তাতে সংকটের মুখে পড়বে শিশুরা, রোগও ছড়াবে। ‌যদিও ভারতে কবে স্কুল খুলবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি কেন্দ্র বা রাজ্য কেউই। সেপ্টেম্বরে স্কুল খুলছে, এমন কথা শোনা গেলেও পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Coronavirus